১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা -৬ এর সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানকে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে ৩ দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক মো: আনোয়ারুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পাইকগাছা থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ তুষার কান্তি দাস জানান, সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড শেষে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। দুপুরে প্রিজন ভ্যানে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে তাকে খুলনা জেল খানায় পাঠানো হয়েছে।
২০২২ সালের ২১ অক্টোবর রাত ১১টায় আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারপিট ও মালামাল লুটপাটের ঘটনা দেখিয়ে ২০২৪ সালের ২৬ আগস্ট জিআর ১২০/২৪ মামলা রেকর্ড হয়। কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের ছেলে বিএনপির ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান মামলাটি করেন। তিনি এ মামলায় এজাহারভুক্ত আসামি। গত ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র‍্যাব ৬ ও র‍্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

খুলনা -৬ এর সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানকে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ

Update Time : ০৬:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে ৩ দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক মো: আনোয়ারুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পাইকগাছা থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ তুষার কান্তি দাস জানান, সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড শেষে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। দুপুরে প্রিজন ভ্যানে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে তাকে খুলনা জেল খানায় পাঠানো হয়েছে।
২০২২ সালের ২১ অক্টোবর রাত ১১টায় আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারপিট ও মালামাল লুটপাটের ঘটনা দেখিয়ে ২০২৪ সালের ২৬ আগস্ট জিআর ১২০/২৪ মামলা রেকর্ড হয়। কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের ছেলে বিএনপির ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান মামলাটি করেন। তিনি এ মামলায় এজাহারভুক্ত আসামি। গত ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র‍্যাব ৬ ও র‍্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।