গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। দীর্ঘ সাড়ে ৯ বছর পর মঙ্গলবার মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীসহ অন্যদেরকে ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় মারধরের মামলা থেকে খালাস দিয়েছেন একই আদালতের বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া।
গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এসব তথ্য জানিয়েছেন।
০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে মানহানির মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- ২৭৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ