জামালপুর প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামালপুর জেলা বিএনপির ভিডিও কনফারেন্সের সময় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। শনিবার বিকালে শহরের দেওয়ানপাড়ায় সৈয়দ আলী কমিউনিটি সেন্টারে সংঘর্ষের পর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠান দলীয় নির্দেশনা মেনে শুরুর ১০ মিনিট আগে কেন্দ্রীয় এক নেত্রী দলবল নিয়ে জোর করে কমিউনিটি সেন্টারে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় ৫টি গাড়ি ভাঙচুর ও ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও ওয়ারেছ আলী মামুন জানিয়েছেন। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেন, ক্রাইটেরিয়ার নামে দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে।
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের ভিডিও কনফারেন্সের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ০৮:২১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- ২৬৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ