সবুজদিন ডেস্ক।।
দক্ষিণ ওয়াজিরিস্তানে ভয়াবহ সংঘর্ষ: পাকিস্তানি ১২ সেনা ও ১৩ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনা কনভয়ের ওপর জঙ্গিদের অতর্কিত হামলায় ১২ সেনা নিহত হয়েছেন। শনিবার ভোরে আফগান সীমান্তের কাছে বাদর নামের পার্বত্য এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
শনিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়াটার্স এমন তথ্য জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, “তীব্র গোলাগুলির পর ১২ সেনা ও ১৩ জঙ্গি নিহত হয়েছে।” অন্তত চারজন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, সেনাদের কাছ থেকে অস্ত্র ও ড্রোনও জব্দ করেছে। স্থানীয়রা জানান, হামলার পর ঘণ্টার পর ঘণ্টা আকাশে হেলিকপ্টার ঘুরে বেড়িয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকা দীর্ঘদিন ধরেই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সাধারণত সামরিক কনভয়ের গতিপথ আগে থেকেই নিরাপদ করা হয়।
আফগানিস্তানকেই দায় দিচ্ছে ইসলামাবাদ
পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান তালেবান প্রশাসনের আশ্রয়ে এবং ভারতের সহায়তায় টিটিপি আফগান মাটিকে ব্যবহার করছে। তবে কাবুল ও নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করে আসছে।
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই পাকিস্তানি তালেবান সীমান্ত পেরিয়ে হামলা বাড়িয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “পাকিস্তান আশা করে আফগান অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে নিজ ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না।”