০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছার কপিলমুনিতে মোটরসাইকেলের চোরাই যন্ত্রাংশসহ যুবক আটক, থানায় মামলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার কপিলমুনি ফাঁড়ির পুলিশ জনতার সহায়তা মোটরসাইকেলের চোরাই যন্ত্রাংশসহ আলমগীর হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে। সে কপিলমুনির নাছিরপুর গ্রামের মোঃ কবির মোড়লের ছেলে ও কাশিমনগর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

পুলিশ জানায়, কপিলমুনি ফাঁড়ির পুলিশ নিয়মিত পেট্টোল ডিউটির সময় ৪ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১২ টার পরে কাশিমনগর বটতলা এলাকায় পৌছালে স্থানীয় জনতা মোটরসাইকেলের পুরনো যন্ত্রাংশসহ আলমগীর হোসেন নামে এক যুবককে তাদের কাছে সোর্পদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর পুলিশকে জানায়, স্থানীয় সুমন মোড়ল নামে এক যুবক তাকে এগুলি বিক্রির জন্য দিয়েছিল। এছাড়া তার সাথে লতা ইউনিয়নের পুটিমারির সাত্তার গাজীর ছেলে আব্দুল আজিজ (৪৫), কাশিমনগর গ্রামের সোহরাব সরদারের ছেলে রাজু সরদার (২৬) ও একই এলাকার লেয়াকাত সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (৩০) জড়িত রয়েছে।

এ ঘটনায় পাইকগাছা থানায় আলমগীর ও কাশিমনগর গ্রামের মৃত তোফাজ্জেল মোড়লের ছেলে সুমন মোড়লসহ অন্যান্যদের আসামী করে একটি মামলা হয়েছে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় কুন্ডু জানান, আলমগীর হোসেন নামে এক যুবককে জনতার সহায়তায় পুলিশ আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাস জানান, এ ঘটনায় থানায় ২ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। তবে মূলহোতা সুমনসহ অন্যান্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আলমগীরসহ তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে তারা যন্ত্রাংশ খুলে বিক্রি করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

পাইকগাছায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কাঠমিস্ত্রী মৃত্যু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এরশাদুল ইসলাম এরশাদ (৪৫) নামে এক কাঠমিস্ত্রী মৃত্যু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বেলা আড়াই টার দিকে পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের বাঁকার গনেশের মোড় নামক স্থানে স্থানীয় মোস্তফা শেখের দোতলা বাড়িতে কাজ করার সময় একই গ্রামের ইসলাম মোড়লের ছেলে এরশাদ বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।
এরশাদ মোস্তফা শেখের ছাদের উপরে কাঠের ফ্রেম তৈরী করছিলো। ঐ ঘরের উপর দিয়ে উচ্চ শক্তি সম্পন্ন বিদ্যুৎতের তার ছিল। তারটি খুবই কাছাকাছি হওয়াতে অত্যন্ত ঝুঁকি নিয়ে এরশাদ কাজ করছিলো। দুপুর আড়াই টার দিকে এরশাদের মাথায় পেচানো গামছা দিয়ে ঘাম মুছতে উঠে দাঁড়ালে অসাবধানতা বসত পাশে থাকা বিদ্যুৎতের তারে স্পর্শ হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন তিনি।
পারিবারিক সুত্রে জানা গেছে, ইসলাম মোড়লের একমাত্র ছেলে ছিলেন এরশাদ। ব্যক্তি জীবনে এরশাদের ৩ বছরের ১টি ছেলে ও ১১ মাসের ১টি মেয়েসহ স্ত্রী রয়েছেন। এদিকে এরশাদের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, ঘটনা শুনেছি, যেহেতু বিদুৎপৃষ্ট হয়ে মারা গেছে আমরা সাধারণত লাশ পরিবারের হস্তান্তর করে থাকি। বাকি ডিসি স্যারের অনুমতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

পাইকগাছার কপিলমুনিতে মোটরসাইকেলের চোরাই যন্ত্রাংশসহ যুবক আটক, থানায় মামলা

Update Time : ০৩:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার কপিলমুনি ফাঁড়ির পুলিশ জনতার সহায়তা মোটরসাইকেলের চোরাই যন্ত্রাংশসহ আলমগীর হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে। সে কপিলমুনির নাছিরপুর গ্রামের মোঃ কবির মোড়লের ছেলে ও কাশিমনগর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

পুলিশ জানায়, কপিলমুনি ফাঁড়ির পুলিশ নিয়মিত পেট্টোল ডিউটির সময় ৪ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১২ টার পরে কাশিমনগর বটতলা এলাকায় পৌছালে স্থানীয় জনতা মোটরসাইকেলের পুরনো যন্ত্রাংশসহ আলমগীর হোসেন নামে এক যুবককে তাদের কাছে সোর্পদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর পুলিশকে জানায়, স্থানীয় সুমন মোড়ল নামে এক যুবক তাকে এগুলি বিক্রির জন্য দিয়েছিল। এছাড়া তার সাথে লতা ইউনিয়নের পুটিমারির সাত্তার গাজীর ছেলে আব্দুল আজিজ (৪৫), কাশিমনগর গ্রামের সোহরাব সরদারের ছেলে রাজু সরদার (২৬) ও একই এলাকার লেয়াকাত সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (৩০) জড়িত রয়েছে।

এ ঘটনায় পাইকগাছা থানায় আলমগীর ও কাশিমনগর গ্রামের মৃত তোফাজ্জেল মোড়লের ছেলে সুমন মোড়লসহ অন্যান্যদের আসামী করে একটি মামলা হয়েছে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় কুন্ডু জানান, আলমগীর হোসেন নামে এক যুবককে জনতার সহায়তায় পুলিশ আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাস জানান, এ ঘটনায় থানায় ২ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। তবে মূলহোতা সুমনসহ অন্যান্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আলমগীরসহ তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে তারা যন্ত্রাংশ খুলে বিক্রি করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

পাইকগাছায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কাঠমিস্ত্রী মৃত্যু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এরশাদুল ইসলাম এরশাদ (৪৫) নামে এক কাঠমিস্ত্রী মৃত্যু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বেলা আড়াই টার দিকে পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের বাঁকার গনেশের মোড় নামক স্থানে স্থানীয় মোস্তফা শেখের দোতলা বাড়িতে কাজ করার সময় একই গ্রামের ইসলাম মোড়লের ছেলে এরশাদ বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।
এরশাদ মোস্তফা শেখের ছাদের উপরে কাঠের ফ্রেম তৈরী করছিলো। ঐ ঘরের উপর দিয়ে উচ্চ শক্তি সম্পন্ন বিদ্যুৎতের তার ছিল। তারটি খুবই কাছাকাছি হওয়াতে অত্যন্ত ঝুঁকি নিয়ে এরশাদ কাজ করছিলো। দুপুর আড়াই টার দিকে এরশাদের মাথায় পেচানো গামছা দিয়ে ঘাম মুছতে উঠে দাঁড়ালে অসাবধানতা বসত পাশে থাকা বিদ্যুৎতের তারে স্পর্শ হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন তিনি।
পারিবারিক সুত্রে জানা গেছে, ইসলাম মোড়লের একমাত্র ছেলে ছিলেন এরশাদ। ব্যক্তি জীবনে এরশাদের ৩ বছরের ১টি ছেলে ও ১১ মাসের ১টি মেয়েসহ স্ত্রী রয়েছেন। এদিকে এরশাদের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, ঘটনা শুনেছি, যেহেতু বিদুৎপৃষ্ট হয়ে মারা গেছে আমরা সাধারণত লাশ পরিবারের হস্তান্তর করে থাকি। বাকি ডিসি স্যারের অনুমতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।