সবুজদিন রিপোর্ট।।
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফেনীতে নির্ধারিত পদযাত্রা সহ আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য কর্মসূচিও বাতিল হয়েছে।
এ বিষয়ে বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের ঢাকা পোস্টকে নিশ্চিত করেন, “উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সবাই শোকে স্তব্ধ। খাগড়াছড়িতে পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতারা ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেখানে ইতোমধ্যে নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো কর্মসূচি পালন সম্ভব হয়নি। তাই নেতারা ঢাকার পথে রওনা হয়েছেন। আগামীকালের নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচিও স্থগিত করা হয়েছে।”
জাতীয় নাগরিক পার্টি পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। এর আওতায় দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছে দলটি। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।
উল্লেখ্য, ২১ জুলাই রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার শোক এখনও দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীরভাবে অনুভূত হচ্ছে।