দিনাজপুর প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পরে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ফয়সাল মোস্তাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আজ শনিবার বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আফছার আলীকে গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর জেল হাজতে পাঠায় পুলিশ।
জানা গেছে, গত ৫ আগস্ট বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিয়ে গতকাল শুক্রবার থানায় মামলা করতে গিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান। থানায় আগে থেকেই উপস্থিত ছিল বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। উপজেলা চেয়ারম্যানকে দেখে তারা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় শিক্ষার্থীদের হুমকি দেন তিনি। খবর পেয়ে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে চেয়ারম্যানকে ঘিরে ধরে। শিক্ষার্থী ও স্থানীয় জনগণের তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন আফসার। পরে শিক্ষার্থীদের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক রাসেল জানান, গত ১৮ জুলাই বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার পরিপ্রেক্ষিতে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ৭০ জন অজ্ঞাতনামা আসামি করে বোচাগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়।
১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলা করতে গিয়ে শিক্ষার্থীদের পাল্টা মামলায় গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- ৩৪৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ