বরিশাল ব্যুরো।।
সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বরিশাল সদর উপজেলা বিএনপি নেতা ও স্বাধীনতা ফোরামের আহ্বায়ক নুরুল আমিন। আজ শনিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এই দাবি জানান। স্বৈরাচারী হাসিনা পতন আন্দোলনে শহীদ জাতীয় বীরদের স্মরণে স্বাধীনতা ফোরাম বরিশাল এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের রক্তের সঙ্গে কেউ বেঈমানি করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাই। স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের অপশাসনের কারণে ১৫ বছর ধরে এদেশের মানুষ স্বাধীনভাবে কোনো ভোট দিতে পারেনি। এরা মানুষের ভোটের অধিকার হরণ করেছে। গুম, খুন ও আয়না ঘর প্রতিষ্ঠার অভিযোগে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।’
বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ আরও বলেন,‘চাঁদাবাজ ও দখলবাজদের আইনের হাতে তুলে দিন, দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট ঘোষণা বিএনপিতে চাঁদাবাজদের কোনো স্থান নেই।’
সভায় বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, স্বাধীনতা ফোরামের সংগঠক নাজমুস সাকিব।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মন্টু খান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট তারেক আল ইমরান, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, মহানগর কৃষক দলের সদস্যসচিব শাহেদ তালুকদারসহ আরও অনেকে। এর আগে শিক্ষার্থীসহ বিএনপি নেতাকর্মীদের হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ০৬:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- ২৭৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ