০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অলরাউন্ডার স্বর্ণার বাসায় চুরি, আরেক ক্রিকেটারের স্বামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ২৪৮ Time View
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনায় জড়িত আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া আইফোনসহ অন্যান্য মালামাল।

বুধবার (৩১ জানুয়ারি) মো. আল-আমিন দেওয়ান আযান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় আল-আমিনের বিরুদ্ধে এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন ক্রিকেটার স্বর্ণা আক্তার।

বুধবার সকালে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনার পর র্যাব ছায়া তদন্তে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আল-আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় আইফোনসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযান অন্য এক নারী ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন। তবে ওই নারী ক্রিকেটারের নাম জানা যায়নি।

মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা অভিযোগ করেন, অভিযুক্ত আল-আমিনকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তার তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন মাঠে এসে স্বর্ণাকে বলেন, তোমার মোবাইল ফোন কোথায়? স্বর্ণা তার ব্যাগের কথা বলার পর ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি তোলেন আল-আমিন। পরে দুপুর ১২টার দিকে মাঠ থেকে চলে যান তিনি।

এর পর ব্যাগ চেক করে স্বর্ণা দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা) ও আইফোন ১৩ মিনি (যার মূল্য ৮১ হাজার টাকা) নেই।

স্বর্ণা অভিযোগ করেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখেন, ফ্ল্যাটের মূল দরজা লক করা। তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পান, তার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙে সাড়ে ৩ হাজার ডলার চুরি করে নিয়ে গেছে। আর তার রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবন সুন্দর থাকুক

অলরাউন্ডার স্বর্ণার বাসায় চুরি, আরেক ক্রিকেটারের স্বামী গ্রেফতার

Update Time : ০৮:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনায় জড়িত আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া আইফোনসহ অন্যান্য মালামাল।

বুধবার (৩১ জানুয়ারি) মো. আল-আমিন দেওয়ান আযান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় আল-আমিনের বিরুদ্ধে এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন ক্রিকেটার স্বর্ণা আক্তার।

বুধবার সকালে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনার পর র্যাব ছায়া তদন্তে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আল-আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় আইফোনসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযান অন্য এক নারী ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন। তবে ওই নারী ক্রিকেটারের নাম জানা যায়নি।

মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা অভিযোগ করেন, অভিযুক্ত আল-আমিনকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তার তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন মাঠে এসে স্বর্ণাকে বলেন, তোমার মোবাইল ফোন কোথায়? স্বর্ণা তার ব্যাগের কথা বলার পর ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি তোলেন আল-আমিন। পরে দুপুর ১২টার দিকে মাঠ থেকে চলে যান তিনি।

এর পর ব্যাগ চেক করে স্বর্ণা দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা) ও আইফোন ১৩ মিনি (যার মূল্য ৮১ হাজার টাকা) নেই।

স্বর্ণা অভিযোগ করেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখেন, ফ্ল্যাটের মূল দরজা লক করা। তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পান, তার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙে সাড়ে ৩ হাজার ডলার চুরি করে নিয়ে গেছে। আর তার রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি করা হয়েছে।