০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে ইউপি নির্বাচনের আড়াই বছর পর প্যানেল চেয়ারম্যান নির্বাচন

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা।।
পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামীলীগের ব্যানারে নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে বিভিন্ন দূর্ণীতির অভিযোগে পরিষদের ১০ ইউপি সদস্য অনাস্থার পর এবার চেয়ারম্যানকে ছাড়াই তার অনুপস্থিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করলেন ইউএনও। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে পাড়েরহাট ইউনিয়ন পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তালুকদার শাওন উপস্থিত ছিলেন না। তবে সভায় পরিষদের ১২ সদস্যের মধ্যে ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক হাওলাদারকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। জানা যায় , ২০২১ সালে ১১ নভেম্বর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও চেয়ারম্যান কাউকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেনি। ফলে বাধ্য হয়ে ১১ ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা করে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন বলে জানিয়েছেন নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। এ ব্যাপারে পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামন তালুকদারকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কলটি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকী জানান, পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্যানেল চেয়ারম্যান করতে বললে নির্বাচনের আড়াই বছর পার হলেও সে প্যানেল চেয়ারম্যানের জন্য সভা করেনি। ওই ইউনিয়নের ইউপি সদস্যরা আমার অফিসে আসলে তাদের মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। তিনি আর ও জানান, চেয়ারম্যানের দূর্ণীতির বিরুদ্ধে ইউপি সদস্যরা অনাস্থা দিয়েছে তার ও তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

ইন্দুরকানীতে ইউপি নির্বাচনের আড়াই বছর পর প্যানেল চেয়ারম্যান নির্বাচন

Update Time : ০২:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা।।
পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামীলীগের ব্যানারে নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে বিভিন্ন দূর্ণীতির অভিযোগে পরিষদের ১০ ইউপি সদস্য অনাস্থার পর এবার চেয়ারম্যানকে ছাড়াই তার অনুপস্থিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করলেন ইউএনও। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে পাড়েরহাট ইউনিয়ন পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তালুকদার শাওন উপস্থিত ছিলেন না। তবে সভায় পরিষদের ১২ সদস্যের মধ্যে ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক হাওলাদারকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। জানা যায় , ২০২১ সালে ১১ নভেম্বর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও চেয়ারম্যান কাউকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেনি। ফলে বাধ্য হয়ে ১১ ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা করে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন বলে জানিয়েছেন নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। এ ব্যাপারে পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামন তালুকদারকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কলটি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকী জানান, পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্যানেল চেয়ারম্যান করতে বললে নির্বাচনের আড়াই বছর পার হলেও সে প্যানেল চেয়ারম্যানের জন্য সভা করেনি। ওই ইউনিয়নের ইউপি সদস্যরা আমার অফিসে আসলে তাদের মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। তিনি আর ও জানান, চেয়ারম্যানের দূর্ণীতির বিরুদ্ধে ইউপি সদস্যরা অনাস্থা দিয়েছে তার ও তদন্ত চলছে।