০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসকনকে নিষিদ্ধের দাবি তুললো হেফাজত

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ১৪০ Time View

সবুজদিন ডেস্ক।।
চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে মুসলিম দোকানদারের ওপর হামলা-ভাঙচুর এবং যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ চত্বরে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান হেফাজত নেতারা। সমাবেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। অন্যথায় হেফাজতের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করা হয়।
চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতা মাওলানা কামরুল ইসলাম কাশেমী বলেন, ‘ইসকন নিয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। ইসকন একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। ইসকনকে বিভিন্ন দেশে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব ইসকন সনাতনের কোনো ধর্মীয় সংগঠন নয়। ইসকন ইহুদি ও খ্রিস্টানদের লালিত-পালিত একটি জঙ্গি সংগঠন। তাই আমাদের হিন্দু ভাইদের দৃষ্টি আর্কষণ করছি, আপনারা ইসকনের ফাঁদে পা দিবেন না।’
ইসকন হিন্দু ধর্মাবলম্বীদের শত্রু উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি, আমাদের সনাতন ভাইয়েরা ইসকনের মাধ্যমে নির্যাতিত হয়েছেন।’
এদিকে হাজারী গলির ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। শুক্রবার সকালে রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
এর আগে বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একই দাবি করেছিলেন সংগঠনের নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবন সুন্দর থাকুক

ইসকনকে নিষিদ্ধের দাবি তুললো হেফাজত

Update Time : ০৬:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

সবুজদিন ডেস্ক।।
চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে মুসলিম দোকানদারের ওপর হামলা-ভাঙচুর এবং যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ চত্বরে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান হেফাজত নেতারা। সমাবেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। অন্যথায় হেফাজতের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করা হয়।
চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতা মাওলানা কামরুল ইসলাম কাশেমী বলেন, ‘ইসকন নিয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। ইসকন একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। ইসকনকে বিভিন্ন দেশে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব ইসকন সনাতনের কোনো ধর্মীয় সংগঠন নয়। ইসকন ইহুদি ও খ্রিস্টানদের লালিত-পালিত একটি জঙ্গি সংগঠন। তাই আমাদের হিন্দু ভাইদের দৃষ্টি আর্কষণ করছি, আপনারা ইসকনের ফাঁদে পা দিবেন না।’
ইসকন হিন্দু ধর্মাবলম্বীদের শত্রু উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি, আমাদের সনাতন ভাইয়েরা ইসকনের মাধ্যমে নির্যাতিত হয়েছেন।’
এদিকে হাজারী গলির ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। শুক্রবার সকালে রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
এর আগে বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একই দাবি করেছিলেন সংগঠনের নেতারা।