০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সচেতনতামূলক মহড়া

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫০ Time View

ঈশ্বরগঞ্জে প্রতিনিধি।।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়াটি পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা অংশ নেন।

মহড়ায় শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে করণীয়, অগ্নিকাণ্ডের সময় নিরাপদে স্থান ত্যাগ, এবং ভূমিকম্পের সময় আত্মরক্ষার কৌশল শেখানো হয়। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পুরো মহড়াটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। বিদ্যালয় পর্যায়ে নিয়মিত এমন মহড়া ও প্রশিক্ষণের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করে তুলবে।

মহড়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সচেতনতামূলক মহড়া

Update Time : ০৭:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ঈশ্বরগঞ্জে প্রতিনিধি।।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়াটি পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা অংশ নেন।

মহড়ায় শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে করণীয়, অগ্নিকাণ্ডের সময় নিরাপদে স্থান ত্যাগ, এবং ভূমিকম্পের সময় আত্মরক্ষার কৌশল শেখানো হয়। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পুরো মহড়াটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। বিদ্যালয় পর্যায়ে নিয়মিত এমন মহড়া ও প্রশিক্ষণের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করে তুলবে।

মহড়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।