ঈশ্বরগঞ্জ প্রতিনিধি।।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার গাছা এলাকা থেকে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাগান গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রুহুল আমীন (২৮) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত রুহুল আমীন (২৮) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গফরগাঁও উপজেলার চরমুছরন্দ গ্রামের তাহের আলীর ছেলে মো. বেলাল হোসেন (৩০) কে পিকআপ ভ্যানসহ আটক করে পুলিশ। ওই ভ্যানে চুরির কাজে ব্যবহৃত লোহার রড়, দা, শাবল, লোহার পাইপ ও গরু বাঁধার রশি উদ্ধার করা হয়।
রুহুল আমিনের স্বীকারোক্তিতে চক্রের আরও পাঁচজন সদস্যের নাম উঠে আসে। এর ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. বেলাল হোসেন (৩০), পিতা: তাহের আলী, সাং: চরমুছরন্দ, থানা: গফরগাঁও, জেলা: ময়মনসিংহ। সবুজ মিয়া (৩৯), পিতা: মো. আব্দুল মন্নান, সাং: খামার দেহুন্দা, থানা: করিমগঞ্জ, জেলা: কিশোরগঞ্জ। কাইয়ুম (৪৮), পিতা: জসিম উদ্দিন, সাং: গাজীর ভাটা, থানা: হালুয়াঘাট, জেলা: ময়মনসিংহ। মো. মকবুল হোসেন (৩৫), পিতা: মৃত রহমত আলী, সাং: চৈতনখালী, থানা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে চুরিকৃত ৩টি গরু উদ্ধার করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চারজনকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের আরও জিজ্ঞাসাবাদ করে চুরিকৃত বাকি গরু উদ্ধার এবং অপর সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলবে।
তিনি আরও জানান, রুহুল আমিনের দেওয়া জবানবন্দিতে চক্রের অন্যতম সদস্য মাসুদ মিয়ার নামও উঠে এসেছে, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
Reporter Name 

















