স্টাফ রিপোর্টার, রংপুর ।।
আমার বাংলাদেশ (এবি) পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের অনেক উপদেষ্টাকে তাদের কর্মকাণ্ডের জন্য জেলে যেতে হতে পারে। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “যদি ব্যর্থতার তালিকা করা হয়, তাহলে তাকে গোল্ড মেডেল দেওয়া উচিত।”
বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরির হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন কখনোই সম্ভব নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন কাউকে রাখতে হবে, যিনি নিরপেক্ষ ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন।”
তিনি অভিযোগ করেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচারপ্রক্রিয়াকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছেন। অপরাধীদেরকে এসি গাড়িতে করে ট্রাইব্যুনালে আনা হচ্ছে, সাজসজ্জাও যেন হলিউড অভিনেতাদের মতো। অথচ সাধারণ মানুষকে রাখা হচ্ছে কাশিমপুরের মতো কারাগারে।”
এ সময় তিনি বলেন, “ডিজিএফআইয়ের চার-পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল ভারতে পালিয়ে গেছেন এবং দেশের গোপন তথ্য শত্রুর কাছে হস্তান্তর করেছেন। ভারত সরকারের সহযোগিতায় তারা এখন সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন।”
এছাড়া, শিক্ষা উপদেষ্টার কিছু পদক্ষেপের প্রশংসা করে ফুয়াদ বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ায় তাকে ধন্যবাদ জানাই। তবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা ও মহিলা সংস্থার বিভিন্ন পর্যায়ে দুর্নীতির সিন্ডিকেট গড়ে উঠেছে।”
উত্তরাঞ্চলের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “এই অঞ্চলে শিল্প-কারখানা গড়ে তুললে বেকারত্ব হ্রাস পাবে, মাদক থেকে দূরে থাকবে তরুণ সমাজ। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি খেলাধুলার প্রসার এবং কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করাও জরুরি।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান মাহবুব, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপদেষ্টাকে তাদের কর্মকাণ্ডের জন্য জেলে যেতে হতে পারে: ব্যারিস্টার ফুয়াদ
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ০৬:২০:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- ৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ