১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, আস্থা বেড়েছে রোগীদের

খুলনা বিভাগে মোংলা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স চিকিৎসা সেবায় সেরা অবস্থানে

  • আলী আজীম
  • Update Time : ০৮:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১৪১ Time View

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
প্রসূতি মায়েদের গর্ভকালীন ও মাতৃত্বকালীন সেবা পাওয়া যেখানে দুঃস্বপ্ন ছিল; সেখানে প্রসবকালীন সময়ে মায়েদের স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে নতুন করে ঝুঁকিমুক্ত চিকিৎসা সেবা পাওয়ার স্বপ্ন যেন সত্যিতে রূপ নিয়েছে এই উপকূলের প্রসূতি মায়েদের। আর সেই বিশ্বাস, ভরসা ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে মোংলা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স। দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এখানে চিকিৎসা সেবার মান।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবা দিয়ে দিন দিন সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে। ডা. মো. শাহিন উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তা হিসাবে যোগদানের পর থেকে স্বাস্থ‍্য সেবার দৃশ‍্যমান নজির স্থাপন করেছেন। এর সুফল পাচ্ছে মোংলা উপজেলার সাধারণ মানুষ। ৫০ শয্যার এ হাসপাতালটি ইতিমধ্যেই স্থানীয় এলাকাবাসীর আস্থার প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলায় একটি মডেল স্বাস্থ্য কমপ্লেক্স তৈরীতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। ২০২২ সালের ১লা সেপ্টেম্বর ডা. মো. শাহিন এ হাসপাতালের যোগদান করার পর চিকিৎসা সেবার মান বৃদ্ধির পাশাপাশি হাসপাতালকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতায় হাসপাতালের চারপাশ হয়ে উঠে সবুজের সমারোহ।
ডা. মো. শাহিন ২০২৩ সালের জুন মাসে নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি মেরামত সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু করেন। হাসপাতাল প্রতিষ্ঠার পর এই প্রথম সিজারিয়ান অপারেশন শুরু হয়। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ব‍্যাপক প্রচার প্রচারণায় সাড়া ফেলেছে। এখন প্রতিমাসে প্রায় ১০ থেকে ১২ টি সিজারিয়ান অপারেশন হয়ে থাকে। সাধারণ রোগীর একমাত্র ঠিকানা এখন মোংলা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স। পাশাপাশি এখানে বিশেষায়িত ডেলিভারী কর্নার রয়েছে। এখানে মিডওয়াইফ গণ গর্ভবতী মায়েদের প্রসূতি সেবা দিয়ে যাচ্ছেন।
ইতিমধ‍্যে স্বল্প আয়ের মানুষের প্যাথলজি বিভাগে সকল প্রকার পরীক্ষার সু ব‍্যবস্থা আছে। এছাড়াও এখানে এক্সরে মেশিন, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন চালু রয়েছে। এছাড়া যে কোন সমস্যায় ৩ টাকার একটি শুভেচ্ছা টিকিট কেটে জনসাধারণ প্রয়োজনীয় ডাক্তার এবং ঔষধ নিতে পারবেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। হাসপাতালের বহিঃবিভাগে রোগীর সংখ্যা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে যা চোখে পড়ার মতো। পূর্বে যেখানে সেবা নিতে আসা রোগীর সংখ্যা ছিল ২০০-২৫০ জন এখন সেখানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০০- ৫০০জন। রোগী প্রতিনিয়ত পর্যাপ্ত ঔষধ এবং সেবা নিতে পারছে বিধায় দিন দিন ক্রমেই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা নিঃসন্দেহে স্বাস্থ্য বিভাগের একটি বড় অর্জন বলে ধারণা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং-এইচএসএস) ফেব্রুয়ারি-২০২৪ রেটিংসে সারা দেশের মধ্যে একাদশ স্থান অর্জন করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শুধু তাই নয় খুলনা বিভাগের মধ্যে মোংলা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স প্রথম অবস্থানে রয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এর অবস্থান ছিলো খুলনা বিভাগে ১৭তম এবং সারা বাংলাদেশে ১২৯তম।
করোনা কালীন সময়ে হাসপাতালের নিয়মিত টিকা কেন্দ্রের পাশাপাশি মাঠ পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক গুলোতেও টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। মাঠ পর্যায়ে ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মাঠকর্মীরা। কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্যক্রম অব্যাহত আছে। পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ‍্য সেবা নিতে আসা উপজেলার জোৎসা বেগম বলেন, আমরা গরীব মানুষ বড় ডাক্তারের কাছে টাকার অভাবে যেতে পাই না। এখন এই হাসপাতালে সব ধরণের রোগের চিকিৎসা পাওয়া যায়। তিন টাকা টিকিট কাটি সেবা ও ঔষধ পাই।
একই কথা সেবা নিতে আসা আজহারুল ইসলাম বলেন, এখন আর সব রোগীকে চিকিৎসার জন‍্য দুরে যেতে হয় না। তিন টাকা টিকিটের বিনিময়ে ডাঃ এর পরামর্শ সহ বিনামূল‍্যে ঔষধ পাওয়া যায়। কম খরচে সকল পরীক্ষা নিরীক্ষা করা যায়। আগে সেবার মান এতোটা ছিল না।
সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু জানান, ডা. মো. শাহিন এর সার্বিক প্রচেষ্টায় হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি, পরিস্কার পরিচ্ছন্নতা, বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ সরবরাহের কারণে সরকারি এ হাসপাতাল সম্পর্কে মানুষের আস্থা বেড়েছে। এখানে চিকিৎসা নিতে এসে এখন কেউ ফিরে যায়না। মেডিকেল অফিসাররা অতি যত্ন সহকারে রোগীদের কথা শোনেন এবং চিকিৎসা পত্র দেন।
এ বিষয়ে জানতে চাইলে মোংলা উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, হাসপাতাল এখন সাধারণ রোগীর নির্ভরযোগ‍্য ঠিকানা হয়ে গেছে। নরমাল ডেলিভারী, সিজার, আল্ট্রাসনোগ্রাম এবং ইসিজি সহ সকল প‍্যাথলজিক‍্যাল পরীক্ষা নিরীক্ষা খুব সহজেই করতে পারছে। পুরো হাসপাতাল এখন সিসি ক‍্যামেরার আওতায় আনা হয়েছে। যা সার্বক্ষণিকভাবে তদারকি করা হয়। মোটকথা মানুষের দ্বার গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে দায়িত্বরত চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ অন্য স্টাফদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতার কারণে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৩ মে ৩১ শয্যার এ হাসপাতালটি চালু হয়। এরপর ২০০৭ সালে ৫০ শয্যায় উন্নীত হয় সরকারি এ হাসপাতাল। হাসপাতাল চালুর পর ২০২৩ সালের ১লা জুন বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন’র তত্ত¡াবধানে এখানে অপারেশন থিয়েটারটি চালু হয়। এরপর থেকে প্রতি সপ্তাহের সোমবার নিয়মিত বিভিন্ন ধরনের অপারেশন সেবা চালু রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবন সুন্দর থাকুক

স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, আস্থা বেড়েছে রোগীদের

খুলনা বিভাগে মোংলা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স চিকিৎসা সেবায় সেরা অবস্থানে

Update Time : ০৮:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
প্রসূতি মায়েদের গর্ভকালীন ও মাতৃত্বকালীন সেবা পাওয়া যেখানে দুঃস্বপ্ন ছিল; সেখানে প্রসবকালীন সময়ে মায়েদের স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে নতুন করে ঝুঁকিমুক্ত চিকিৎসা সেবা পাওয়ার স্বপ্ন যেন সত্যিতে রূপ নিয়েছে এই উপকূলের প্রসূতি মায়েদের। আর সেই বিশ্বাস, ভরসা ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে মোংলা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স। দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এখানে চিকিৎসা সেবার মান।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবা দিয়ে দিন দিন সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে। ডা. মো. শাহিন উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তা হিসাবে যোগদানের পর থেকে স্বাস্থ‍্য সেবার দৃশ‍্যমান নজির স্থাপন করেছেন। এর সুফল পাচ্ছে মোংলা উপজেলার সাধারণ মানুষ। ৫০ শয্যার এ হাসপাতালটি ইতিমধ্যেই স্থানীয় এলাকাবাসীর আস্থার প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলায় একটি মডেল স্বাস্থ্য কমপ্লেক্স তৈরীতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। ২০২২ সালের ১লা সেপ্টেম্বর ডা. মো. শাহিন এ হাসপাতালের যোগদান করার পর চিকিৎসা সেবার মান বৃদ্ধির পাশাপাশি হাসপাতালকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতায় হাসপাতালের চারপাশ হয়ে উঠে সবুজের সমারোহ।
ডা. মো. শাহিন ২০২৩ সালের জুন মাসে নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি মেরামত সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু করেন। হাসপাতাল প্রতিষ্ঠার পর এই প্রথম সিজারিয়ান অপারেশন শুরু হয়। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ব‍্যাপক প্রচার প্রচারণায় সাড়া ফেলেছে। এখন প্রতিমাসে প্রায় ১০ থেকে ১২ টি সিজারিয়ান অপারেশন হয়ে থাকে। সাধারণ রোগীর একমাত্র ঠিকানা এখন মোংলা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স। পাশাপাশি এখানে বিশেষায়িত ডেলিভারী কর্নার রয়েছে। এখানে মিডওয়াইফ গণ গর্ভবতী মায়েদের প্রসূতি সেবা দিয়ে যাচ্ছেন।
ইতিমধ‍্যে স্বল্প আয়ের মানুষের প্যাথলজি বিভাগে সকল প্রকার পরীক্ষার সু ব‍্যবস্থা আছে। এছাড়াও এখানে এক্সরে মেশিন, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন চালু রয়েছে। এছাড়া যে কোন সমস্যায় ৩ টাকার একটি শুভেচ্ছা টিকিট কেটে জনসাধারণ প্রয়োজনীয় ডাক্তার এবং ঔষধ নিতে পারবেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। হাসপাতালের বহিঃবিভাগে রোগীর সংখ্যা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে যা চোখে পড়ার মতো। পূর্বে যেখানে সেবা নিতে আসা রোগীর সংখ্যা ছিল ২০০-২৫০ জন এখন সেখানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০০- ৫০০জন। রোগী প্রতিনিয়ত পর্যাপ্ত ঔষধ এবং সেবা নিতে পারছে বিধায় দিন দিন ক্রমেই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা নিঃসন্দেহে স্বাস্থ্য বিভাগের একটি বড় অর্জন বলে ধারণা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং-এইচএসএস) ফেব্রুয়ারি-২০২৪ রেটিংসে সারা দেশের মধ্যে একাদশ স্থান অর্জন করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শুধু তাই নয় খুলনা বিভাগের মধ্যে মোংলা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স প্রথম অবস্থানে রয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এর অবস্থান ছিলো খুলনা বিভাগে ১৭তম এবং সারা বাংলাদেশে ১২৯তম।
করোনা কালীন সময়ে হাসপাতালের নিয়মিত টিকা কেন্দ্রের পাশাপাশি মাঠ পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক গুলোতেও টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। মাঠ পর্যায়ে ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মাঠকর্মীরা। কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্যক্রম অব্যাহত আছে। পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ‍্য সেবা নিতে আসা উপজেলার জোৎসা বেগম বলেন, আমরা গরীব মানুষ বড় ডাক্তারের কাছে টাকার অভাবে যেতে পাই না। এখন এই হাসপাতালে সব ধরণের রোগের চিকিৎসা পাওয়া যায়। তিন টাকা টিকিট কাটি সেবা ও ঔষধ পাই।
একই কথা সেবা নিতে আসা আজহারুল ইসলাম বলেন, এখন আর সব রোগীকে চিকিৎসার জন‍্য দুরে যেতে হয় না। তিন টাকা টিকিটের বিনিময়ে ডাঃ এর পরামর্শ সহ বিনামূল‍্যে ঔষধ পাওয়া যায়। কম খরচে সকল পরীক্ষা নিরীক্ষা করা যায়। আগে সেবার মান এতোটা ছিল না।
সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু জানান, ডা. মো. শাহিন এর সার্বিক প্রচেষ্টায় হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি, পরিস্কার পরিচ্ছন্নতা, বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ সরবরাহের কারণে সরকারি এ হাসপাতাল সম্পর্কে মানুষের আস্থা বেড়েছে। এখানে চিকিৎসা নিতে এসে এখন কেউ ফিরে যায়না। মেডিকেল অফিসাররা অতি যত্ন সহকারে রোগীদের কথা শোনেন এবং চিকিৎসা পত্র দেন।
এ বিষয়ে জানতে চাইলে মোংলা উপজেলা স্বাস্থ‍্য কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, হাসপাতাল এখন সাধারণ রোগীর নির্ভরযোগ‍্য ঠিকানা হয়ে গেছে। নরমাল ডেলিভারী, সিজার, আল্ট্রাসনোগ্রাম এবং ইসিজি সহ সকল প‍্যাথলজিক‍্যাল পরীক্ষা নিরীক্ষা খুব সহজেই করতে পারছে। পুরো হাসপাতাল এখন সিসি ক‍্যামেরার আওতায় আনা হয়েছে। যা সার্বক্ষণিকভাবে তদারকি করা হয়। মোটকথা মানুষের দ্বার গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে দায়িত্বরত চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ অন্য স্টাফদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতার কারণে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৩ মে ৩১ শয্যার এ হাসপাতালটি চালু হয়। এরপর ২০০৭ সালে ৫০ শয্যায় উন্নীত হয় সরকারি এ হাসপাতাল। হাসপাতাল চালুর পর ২০২৩ সালের ১লা জুন বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন’র তত্ত¡াবধানে এখানে অপারেশন থিয়েটারটি চালু হয়। এরপর থেকে প্রতি সপ্তাহের সোমবার নিয়মিত বিভিন্ন ধরনের অপারেশন সেবা চালু রয়েছে।