০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গারো পাহাড়ে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১৩৬ Time View

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের চাঞ্চল্যকর ক্লুলেস সোহেল রানা হত্যায় জড়িত থাকার অভিযোগে মোমিন ওরফে মিন্টু (২৭), সাইদ মাসুম ওরফে বাবু (২২) ও নাজবুল হককে (২০) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ও র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী।
আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে র‍্যাব কর্মকর্তরা। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোমিন ওরফে মিন্টু ও সাইদ মাসুম ওরফে বাবু। তারা দুজনই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়ার সেনাউল হকের ছেলে। অপরজন নাজবুল হক একই উপজেলার উত্তর কানাপাড়ার কালাম মিয়ার ছেলে।
র‍্যাব সূত্র জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলা খাসমহল গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (১৯) প্রায় ৪ বছর পূর্বে তার পরিবারের সাথে রাগ করে অবৈধ পথে ভারত চলে যান এবং সেখানে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। অবৈধভাবে ভারতে চলে যাওয়ার পর থেকে সোহেল রানা তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এ অবস্থায় গত ১৮ অক্টোবর তিনি তার মায়ের মোবাইল ফোনে কল দিয়ে জানান, তিনি ভারত থেকে বাংলাদেশে আসবেন। কিন্তু গত ২১ অক্টোবর সকালে অজ্ঞাতনামা ব্যক্তি সোহেল রানার গ্রামের জনৈক বাবুর মোবাইলে ফোন করে জানান, সোহেল রানার রক্তাক্ত মৃতদেহ শেরপুর জেলার নালিতাবাড়ীর গারো পাহাড়ের ডালুকোনা এলাকার পাহাড়ের ঢালে পড়ে আছে। পরে নালিতাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করে। নিহত সোহেল রানা (১৯) এর চাচা টুটুলসহ অন্যান্য স্বজনরা লাশ সনাক্ত করেন এবং নালিতাবাড়ী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পর র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুর কোম্পানি চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্তদের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হয় র‍্যাব। পরে মঙ্গলবার রাত সাড়ে তিনটার সময় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের যৌথ আভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ীর কানাপাড়া এলাকা থেকে মোমিন ওরফে মিন্টু, সাইদ মাসুম ওরফে বাবু ও নাজবুল হককে গ্রেপ্তার করে।
এ বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদেরকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।’
এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবন সুন্দর থাকুক

গারো পাহাড়ে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় গ্রেপ্তার ৩

Update Time : ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের চাঞ্চল্যকর ক্লুলেস সোহেল রানা হত্যায় জড়িত থাকার অভিযোগে মোমিন ওরফে মিন্টু (২৭), সাইদ মাসুম ওরফে বাবু (২২) ও নাজবুল হককে (২০) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ও র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী।
আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে র‍্যাব কর্মকর্তরা। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোমিন ওরফে মিন্টু ও সাইদ মাসুম ওরফে বাবু। তারা দুজনই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়ার সেনাউল হকের ছেলে। অপরজন নাজবুল হক একই উপজেলার উত্তর কানাপাড়ার কালাম মিয়ার ছেলে।
র‍্যাব সূত্র জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলা খাসমহল গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (১৯) প্রায় ৪ বছর পূর্বে তার পরিবারের সাথে রাগ করে অবৈধ পথে ভারত চলে যান এবং সেখানে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। অবৈধভাবে ভারতে চলে যাওয়ার পর থেকে সোহেল রানা তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এ অবস্থায় গত ১৮ অক্টোবর তিনি তার মায়ের মোবাইল ফোনে কল দিয়ে জানান, তিনি ভারত থেকে বাংলাদেশে আসবেন। কিন্তু গত ২১ অক্টোবর সকালে অজ্ঞাতনামা ব্যক্তি সোহেল রানার গ্রামের জনৈক বাবুর মোবাইলে ফোন করে জানান, সোহেল রানার রক্তাক্ত মৃতদেহ শেরপুর জেলার নালিতাবাড়ীর গারো পাহাড়ের ডালুকোনা এলাকার পাহাড়ের ঢালে পড়ে আছে। পরে নালিতাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করে। নিহত সোহেল রানা (১৯) এর চাচা টুটুলসহ অন্যান্য স্বজনরা লাশ সনাক্ত করেন এবং নালিতাবাড়ী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পর র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুর কোম্পানি চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্তদের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হয় র‍্যাব। পরে মঙ্গলবার রাত সাড়ে তিনটার সময় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের যৌথ আভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ীর কানাপাড়া এলাকা থেকে মোমিন ওরফে মিন্টু, সাইদ মাসুম ওরফে বাবু ও নাজবুল হককে গ্রেপ্তার করে।
এ বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদেরকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।’
এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান