মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নবী হোসেন (৬৫) নামের এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।হামলার আটদিন পর আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জড়িত বড়মাছুয়া চাঁন মিয়া পাহলানের ছেলে ইলিয়াছ পাহলানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার শিকার মৃত নবী হোসেন বড়মাছুয়া গ্রামের আফেজ উদ্দিন হাওলাদারের ছেলে।
জানা যায়, মৃত নবী হোসেনের আপন ছোট ভাই শহিদ হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলছিল। এর জেরে সরকার পরিবর্তনে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার সুযোগে গত ৭ আগস্ট সকালে ঘরে ঢুকে ছোট ভাই শহিদ ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও বসত ঘর ভাঙচুরসহ ঘরের মালামাল লুট করে। এতে বড় ভাই নবী গুরুতরও আহত হন। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নবীকে বরিশাল শেবাচিমে স্থানান্তরের জন্য পরামর্শ দেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার জন্য তাকে বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। এ ঘটনায় নবী বাদী হয়ে ১৬ জনকে নামীয় আসামি করে ১১ আগস্ট থানায় মামলা দায়ের করেন। আজ রবিবার নবীর অবস্থার অবনতি হলে আবারও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি রেজাউল করিম রাজিব বলেন, ‘নবী হোসেনে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় নবী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে হত্যা মামলায় রূপান্ত করা হবে। এ ঘটনায় এজাহার নামীয় ইলিয়াছ পাহলান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।’
১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের মৃত্যু
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- ২৮১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ