০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন নেই, কর্মজীবীদের ভোগান্তি

স্টাফ রিপোর্ট।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘একদফা’ দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথমে দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় চলছে তিন চাকার যান। ঘর থেকে যারা বেরিয়েছেন, তারা গণপরিবহন না পাওয়ায় বিপাকে পড়েছেন। গণপরিবহনের অপেক্ষায় লোকজনকে বিভিন্ন স্টপেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণপরিবহন না পেয়ে অনেকে রিকশায় ভেঙে ভেঙে, অনেকে হেঁটে গন্তব্যে রওনা করেন।
রোববার (৪ আগস্ট) সকালে কাজলা-শনিরআখড়া এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, রাস্তায় বাসের দেখা নেই। অটোরিকশা, রিকশা, কিছু লেগুনা চলছে। তবে যাত্রীদের দিতে হচ্ছে বাড়তি ভাড়া। অনেকেই আবার পায়ে হেঁটে কর্মস্থলে রওনা দিচ্ছেন। রাস্তায় যানবাহন কম থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী কর্মজীবী। তাদের অনেককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
তানভীর আলম নামে এক চাকরিজীবী জানান, অফিস মতিঝিলে। রাস্তায় বাস নেই। অটোরিকশা, রিকশা চলছে। তবে ভাড়া চাচ্ছে বেশি। কি আর করার বাড়তি ভাড়াতেই যেতে হবে।
এদিকে, সকাল ১০টা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় দেখা যায়নি। তবে সকাল ১০টার দিকে পুলিশের টহল দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন নেই, কর্মজীবীদের ভোগান্তি

Update Time : ০২:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

স্টাফ রিপোর্ট।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘একদফা’ দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথমে দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় চলছে তিন চাকার যান। ঘর থেকে যারা বেরিয়েছেন, তারা গণপরিবহন না পাওয়ায় বিপাকে পড়েছেন। গণপরিবহনের অপেক্ষায় লোকজনকে বিভিন্ন স্টপেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণপরিবহন না পেয়ে অনেকে রিকশায় ভেঙে ভেঙে, অনেকে হেঁটে গন্তব্যে রওনা করেন।
রোববার (৪ আগস্ট) সকালে কাজলা-শনিরআখড়া এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, রাস্তায় বাসের দেখা নেই। অটোরিকশা, রিকশা, কিছু লেগুনা চলছে। তবে যাত্রীদের দিতে হচ্ছে বাড়তি ভাড়া। অনেকেই আবার পায়ে হেঁটে কর্মস্থলে রওনা দিচ্ছেন। রাস্তায় যানবাহন কম থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী কর্মজীবী। তাদের অনেককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
তানভীর আলম নামে এক চাকরিজীবী জানান, অফিস মতিঝিলে। রাস্তায় বাস নেই। অটোরিকশা, রিকশা চলছে। তবে ভাড়া চাচ্ছে বেশি। কি আর করার বাড়তি ভাড়াতেই যেতে হবে।
এদিকে, সকাল ১০টা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় দেখা যায়নি। তবে সকাল ১০টার দিকে পুলিশের টহল দেখা গেছে।