০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে বিপুল সাড়া

নিজস্ব সংবাদদাতা ||
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচিতে বিপুল সাড়া পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন স্থান অর্থ ও ত্রাণসামগ্রী নিয়ে আসেন অসংখ্য মানুষ।
শুক্রবার (২৩ আগস্ট) টিএসসি চত্বর ঘুরে এ চিত্র দেখা গেছে। সকাল ৮টায় ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত। শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অংশ নেন। দুপুরে টিএসসি প্রাঙ্গণে দেখা যায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে পিকআপ ভ্যান, ব্যক্তিগত গাড়ি বা রিকশায় করে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হয়েছে। শুধু ত্রাণসামগ্রী নয়, সংগ্রহ করা হয় নগদ টাকাও।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে জানিয়েছেন, ঢাবি’র টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে শুক্রবার রাত ৮টা পর্যন্ত ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। শুধু শেষ এক ঘণ্টায সংগ্রহ হয়েছে ১৫ লাখ টাকা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে অনলাইন-অফলাইনে পাওয়া গেছে ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা।
বৃহস্পতিবার সারাদিন ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে প্রাপ্ত ত্রাণসামগ্রী নির্ধারিত পরিমাণে প্যাকেজিং করে রাতে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বন্যাদুর্গত বিভিন্ন জেলায়।
গণত্রাণ সংগ্রহের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ত্রাণ সংগ্রহ, প্যাকোজিংসহ সার্বিক সহযোগিতায় ঢাবির শিক্ষার্থীদের বাইরেও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন।
তারা জানান, গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নগদ টাকা; শুকনো খাবার, যেমন: মুড়ি, চিড়া, বিস্কুট, স্যালাইন; জামা-কাপড় ও অন্যান্য জরুরি জিনিসপত্র গ্রহণ করা হচ্ছে। এছাড়া, বিশুদ্ধ পানি ও লাইফ জ্যাকেটও সংগ্রহ করা হচ্ছে। জরুরি অবস্থায় নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ও শিশুদের বস্ত্র সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করেছি। শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করছেন। আমরা বৃহস্পতিবার ২৯ লাখের বেশি অর্থ ও বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী সংগ্রহ করেছি। শুক্রবার আগের দিনের চেয়ে কয়েক গুণ বেশি ত্রাণসামগ্রী ও অর্থ সংগ্রহ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবন সুন্দর থাকুক

ঢাবিতে ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে বিপুল সাড়া

Update Time : ০৯:৫১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

নিজস্ব সংবাদদাতা ||
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচিতে বিপুল সাড়া পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন স্থান অর্থ ও ত্রাণসামগ্রী নিয়ে আসেন অসংখ্য মানুষ।
শুক্রবার (২৩ আগস্ট) টিএসসি চত্বর ঘুরে এ চিত্র দেখা গেছে। সকাল ৮টায় ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত। শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অংশ নেন। দুপুরে টিএসসি প্রাঙ্গণে দেখা যায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে পিকআপ ভ্যান, ব্যক্তিগত গাড়ি বা রিকশায় করে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হয়েছে। শুধু ত্রাণসামগ্রী নয়, সংগ্রহ করা হয় নগদ টাকাও।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে জানিয়েছেন, ঢাবি’র টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে শুক্রবার রাত ৮টা পর্যন্ত ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। শুধু শেষ এক ঘণ্টায সংগ্রহ হয়েছে ১৫ লাখ টাকা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে অনলাইন-অফলাইনে পাওয়া গেছে ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা।
বৃহস্পতিবার সারাদিন ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে প্রাপ্ত ত্রাণসামগ্রী নির্ধারিত পরিমাণে প্যাকেজিং করে রাতে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বন্যাদুর্গত বিভিন্ন জেলায়।
গণত্রাণ সংগ্রহের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ত্রাণ সংগ্রহ, প্যাকোজিংসহ সার্বিক সহযোগিতায় ঢাবির শিক্ষার্থীদের বাইরেও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন।
তারা জানান, গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নগদ টাকা; শুকনো খাবার, যেমন: মুড়ি, চিড়া, বিস্কুট, স্যালাইন; জামা-কাপড় ও অন্যান্য জরুরি জিনিসপত্র গ্রহণ করা হচ্ছে। এছাড়া, বিশুদ্ধ পানি ও লাইফ জ্যাকেটও সংগ্রহ করা হচ্ছে। জরুরি অবস্থায় নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ও শিশুদের বস্ত্র সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করেছি। শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করছেন। আমরা বৃহস্পতিবার ২৯ লাখের বেশি অর্থ ও বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী সংগ্রহ করেছি। শুক্রবার আগের দিনের চেয়ে কয়েক গুণ বেশি ত্রাণসামগ্রী ও অর্থ সংগ্রহ হয়েছে।