বিনোদন ডেস্ক।।
ভারতের দক্ষিণী সিনেমা শিল্প আবারও প্রমাণ করল—সফলতার জন্য বিশাল বাজেট নয়, দরকার হৃদয় ছোঁয়া গল্প। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘টুরিস্ট ফ্যামিলি’ নামের তামিল ভাষার একটি কমেডি-ড্রামা সিনেমা নির্মাণ ব্যয় মাত্র ৭ কোটি রুপি হলেও এর আয় ছাড়িয়েছে ৯০ কোটি রুপি। অর্থাৎ সিনেমাটি আয় করেছে নির্মাণ ব্যয়ের প্রায় ১২৮৫ শতাংশ।
অভিশান জীবেন্ত পরিচালিত এই সিনেমার পটভূমি করোনা সংকটের সময়ের। শ্রীলঙ্কা থেকে একটি পরিবার তামিলনাড়ুতে আসে এবং নতুন পরিবেশে টিকে থাকার সংগ্রামে পড়ে। সিনেমাটিতে নেই কোনো বড় তারকা, প্রচারও ছিল সীমিত। তারপরও মানবিক গল্প দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। এম. শশীকুমার, যোগী বাবু, সিমরান, রমেশসহ কয়েকজন স্থানীয় শিল্পীর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি আয় করে ২৩ কোটি রুপি এবং পাঁচ সপ্তাহ শেষে ভারতে মোট আয় দাঁড়ায় ৬২ কোটি রুপি, বিদেশে আরও ২৮ কোটি রুপি। অন্যদিকে, অনেক বড় বাজেটের সিনেমা—যেমন অক্ষয় কুমারের ‘হাউজফুল ফাইভ’ বা সালমান খানের ‘সিকান্দার’—যথেষ্ট প্রচার সত্ত্বেও টেকসই আয় করতে পারেনি।
‘টুরিস্ট ফ্যামিলি’ তাই এবার বলিউডে আলোচনার বিষয়। প্রমাণ হয়েছে, গল্প আর নির্মাণশৈলী ঠিক থাকলে দর্শক নিজে থেকেই সিনেমা হলে আসেন।