সবুজদিন ডেস্ক।।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্টে ঘেরাও কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুর ১টার মধ্যেই তাদের পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিরা দুপুর ১টার মধ্যে পদত্যাগ না করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা প্রধান বিচারপতিসহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব। দলবাজ বিচারপতিদের সরিয়ে দেয়ার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের মূল উৎপাটন করা হবে।’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এবার হাইকোট ঘেরাও কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ জন্য শনিবার সকালে কার্জন হলের গেটে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বার্তায় বলা হয়, সবাই দ্রুত ১০টার মধ্যে কার্জন হলের গেটে আসুন, হাইকোর্ট ঘেরাও করা হবে। ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন।
পরে কার্জন হলের সামনে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বিচারপতির বাসভবনের সামনেও অবস্থান নেন শিক্ষার্থীরা। এ ছাড়া প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্টে আইনজীবীরা বিক্ষোভ করছেন বলেও জানা গেছে।
১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ১০:০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- ২৫৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ