পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় বৃদ্ধ পিতাকে মারপিটের ঘটনায় অভিযুক্ত ছেলে নাজমুল গাজী(৫০) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সকালে উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের নাজমুলকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। গত ১১ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ছেলে নাজমুল গাজী ও বৌমা মারুফা বেগম (৪৬) নামে দুই জন মিলে পিতা নওয়াব আলী(৭৪) কে বেধড়ক মারধর করে। এতে পিতা নওয়াব আলী গুরুতর আহত হন। মারধর করার এ ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে। উক্ত ঘটনায় পিতা নওয়াব আলী বাদী হয়ে ছেলে ও ছেলে-বৌয়ের নামে পাইকগাছা থানায় এজাহার করলে ছেলে নাজমুলকে থানা পুলিশ গ্রেফতার করে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, পিতা নওয়াব আলী বাদী হয়ে ছেলে নাজমুল গাজী ও ছেলের বউ মারুফার নামে থানায় এজাহার করলে আসামি নাজমুল গাজীকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় বৃদ্ধ পিতাকে মারধরের ঘটনায় ছেলে গ্রেফতার
-
প্রকাশ ঘোষ বিধান
- Update Time : ০৭:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- ৯৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ