কিশোরগঞ্জ প্রতিনিধি।।
পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেল সাত কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। আজ শনিবার সকালে মসজিদের নয়টি দানবাক্স খুলে এবার ২৮ বস্তা টাকা পাওয়া যায়। সেইসঙ্গে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও পাওয়া গেছে।
এর আগে চলতি বছরের ২০ এপ্রিল মসজিদের নয়টি দানবাক্স খোলা হয়েছিল। তখন ২৭ বস্তা টাকা থেকে এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল। নগদ টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।
টাকা গণনা তত্ত্বাবধানকারী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা প্রাপ্তির বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদরাসেল শেখের উপস্থিতিতে দান বাক্স ৯টি খোলা হয়।
১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাগলা মসজিদে এবার মিলল ৭ কোটি ২২ লাখ টাকা
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- ১৯৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ