০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রমোদতরি ডুবে ব্রিটিশ ধনকুবেরসহ নিখোঁজ ৬

আন্তর্জাতিক ডেস্ক ||
ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল একটি প্রমোদতরি ডুবে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চসহ ছয়জন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে মাইক লিঞ্চের মেয়ে হান্না লিঞ্চ, মরগান স্ট্যানলি ইন্টারন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জোনাথন ব্লুমার এবং ক্লিফোর্ড চান্সের আইনজীবী ক্রিস মরভিলো রয়েছেন। খবর বিবিসির।
সিসিলির সিভিল প্রোটেকশন বিবিসিকে জানিয়েছে, সোমবার (১৯ আগস্ট) ভূমধ্যসাগরীয় দ্বীপের উপকূল থেকে প্রায় ৭০০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ছয়জনের মধ্যে মরগান স্ট্যানলি ইন্টারন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জোনাথন ব্লুমার এবং ক্লিফোর্ড চান্সের আইনজীবী ক্রিস মরভিলো রয়েছেন। তাছাড়া ব্রিটিশ প্রযুক্তি ধনকুবের মাইক লিঞ্চ (৫০) এবং তার মেয়ে হান্নার (১৮) নিখোঁজের বিষয়টি আগেই জানা গেছে।
৫৬ মিটার দীর্ঘ বায়েসিয়ান নামের প্রমোদতরিতে ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ানসহ ২২ জন মানুষ ছিলেন। তাদের মধ্যে ১২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। দুর্ঘটনার পর পর এক বছর বয়সী একজন ব্রিটিশ শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রমোদতরির রাঁধুনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বায়েসিয়ান নামের প্রমোদতরিটি শেষরাতে প্রচণ্ড ঝড় আর উত্তাল ঢেউয়ের মুখে পড়ে। ওই সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। কিন্তু ঝড়ে এর ২৩৬ ফুট উঁচু অ্যালুমিনিয়ামের মাস্তুল ভেঙে যায়। ফলে প্রমোদতরি তার ভারসাম্য হারিয়ে সিসিলিয়ার রাজধানী পালেরমোর কাছে পোর্টিসেলো গ্রামের উপকূলে ডুবে যায়।
এ ঘটনায় প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তার ১৮ বছর বয়সী মেয়ে হান্না নিখোঁজ রয়েছেন। সফটওয়্যার কোম্পানি অটোনমি’র সহ-প্রতিষ্ঠা লিঞ্চ ‘ব্রিটিশ বিল গেটস’ নামে পরিচিত। তিনি তার সহকর্মীদের জন্য প্রমোদ ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। প্রমোদতরীটির মালিকানা লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা বেকারেসের নামে। জীবিত উদ্ধার হওয়া ১৫ ব্যক্তির মধ্যে অ্যাঞ্জেলা ব্যাকারস রয়েছেন।
উদ্ধার অভিযান এখনও চলছে। সমুদ্রে পানির ৫০ মিটার নিচে ধ্বংসাবশেষ শনাক্ত করেছে ডুবুরিরা। তবে নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার আশা খুবই কম বলে জানিয়েছেন অনুসন্ধানকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবন সুন্দর থাকুক

প্রমোদতরি ডুবে ব্রিটিশ ধনকুবেরসহ নিখোঁজ ৬

Update Time : ০৬:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক ||
ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল একটি প্রমোদতরি ডুবে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চসহ ছয়জন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে মাইক লিঞ্চের মেয়ে হান্না লিঞ্চ, মরগান স্ট্যানলি ইন্টারন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জোনাথন ব্লুমার এবং ক্লিফোর্ড চান্সের আইনজীবী ক্রিস মরভিলো রয়েছেন। খবর বিবিসির।
সিসিলির সিভিল প্রোটেকশন বিবিসিকে জানিয়েছে, সোমবার (১৯ আগস্ট) ভূমধ্যসাগরীয় দ্বীপের উপকূল থেকে প্রায় ৭০০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ছয়জনের মধ্যে মরগান স্ট্যানলি ইন্টারন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জোনাথন ব্লুমার এবং ক্লিফোর্ড চান্সের আইনজীবী ক্রিস মরভিলো রয়েছেন। তাছাড়া ব্রিটিশ প্রযুক্তি ধনকুবের মাইক লিঞ্চ (৫০) এবং তার মেয়ে হান্নার (১৮) নিখোঁজের বিষয়টি আগেই জানা গেছে।
৫৬ মিটার দীর্ঘ বায়েসিয়ান নামের প্রমোদতরিতে ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ানসহ ২২ জন মানুষ ছিলেন। তাদের মধ্যে ১২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। দুর্ঘটনার পর পর এক বছর বয়সী একজন ব্রিটিশ শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া প্রমোদতরির রাঁধুনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বায়েসিয়ান নামের প্রমোদতরিটি শেষরাতে প্রচণ্ড ঝড় আর উত্তাল ঢেউয়ের মুখে পড়ে। ওই সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। কিন্তু ঝড়ে এর ২৩৬ ফুট উঁচু অ্যালুমিনিয়ামের মাস্তুল ভেঙে যায়। ফলে প্রমোদতরি তার ভারসাম্য হারিয়ে সিসিলিয়ার রাজধানী পালেরমোর কাছে পোর্টিসেলো গ্রামের উপকূলে ডুবে যায়।
এ ঘটনায় প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তার ১৮ বছর বয়সী মেয়ে হান্না নিখোঁজ রয়েছেন। সফটওয়্যার কোম্পানি অটোনমি’র সহ-প্রতিষ্ঠা লিঞ্চ ‘ব্রিটিশ বিল গেটস’ নামে পরিচিত। তিনি তার সহকর্মীদের জন্য প্রমোদ ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। প্রমোদতরীটির মালিকানা লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা বেকারেসের নামে। জীবিত উদ্ধার হওয়া ১৫ ব্যক্তির মধ্যে অ্যাঞ্জেলা ব্যাকারস রয়েছেন।
উদ্ধার অভিযান এখনও চলছে। সমুদ্রে পানির ৫০ মিটার নিচে ধ্বংসাবশেষ শনাক্ত করেছে ডুবুরিরা। তবে নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার আশা খুবই কম বলে জানিয়েছেন অনুসন্ধানকারীরা।