সবুজদিন রিপোর্ট।।
বাংলাদেশ থেকে পাকিস্তান হয়ে দুবাই ফ্লাইট চালানোর প্রস্তাব জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ এই প্রস্তাব জানান।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ থেকে পাকিস্তান হয়ে দুবাই ফ্লাইট চালানোর প্রস্তাব জানিয়েছে তারা। তবে ব্যবসায়িকভাবে সফল হলে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে।’
বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে পাকিস্তা আগ্রহ প্রকাশ করেছে বলে জানান সালেহ উদ্দিন আহমেদ।
এর আগে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সভা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ৫ কোটি টাকা।
স্মরণ সভায় দেশি-বিদেশি অতিথিরা থাকবেন জানিয়ে তিনি বলেন, স্মরণ সভায় কারা থাকবেন তা ঠিক করবেন তথ্য উপদেষ্টা।
বিদ্যুৎ, জ্বালানি ও সার আমদানির কোন প্রস্তাব ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে এলে তা অনুমোদন দেয়া হচ্ছে বলেও এসময় জানান ড. সালেহউদ্দিন
০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ থেকে পাকিস্তান হয়ে দুবাই ফ্লাইটের প্রস্তাব
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ০৯:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- ১৬৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ