০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ

সবুজদিন ডেস্ক।।
রাজধানীতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোকছেদ দেওয়ান বিপ্লব(৩৮)।

রবিবার (১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) রাতে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি পুরাতন প্রাইভেটকারসহ ২১৮ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করা হয়।

রূপনগর থানা সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শিয়ালবাড়ী ২নং রোড হয়ে একজন মাদক ব্যবসায়ী প্রাইভেটকারে করে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রূপনগর থানার একটি টিম উক্ত এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ০৭:৪৫ ঘটিকায় পূর্বের প্রাপ্ত তথ্য অনুসারে শিয়ালবাড়ী ২নং রোডের পূর্ব মাথায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় প্রাইভেট কারসহ মোকছেদ দেওয়ান বিপ্লবকে আটক করে থানার টিমটি। এসময় বিপ্লব গাড়ীর চালকের আসনে বসা অবস্থায় ছিল। পরবর্তীতে প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং তল্লাশি করে গাড়ীর ভেতর থেকে ও পেছনের ডালা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ১৪৮.৫ লিটার এবং আনুমানিক মূল্য সাত লক্ষ বিরানব্বই হাজার টাকা।

এঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত বিপ্লব দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মদসহ বিভিন্ন মাদক দ্রব্য সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে রূপনগর থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গোপনে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ভারতীয় অবৈধ মদ বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে গ্রেফতারকৃত বিপ্লব।

মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবন সুন্দর থাকুক

বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ

Update Time : ০৬:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

সবুজদিন ডেস্ক।।
রাজধানীতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোকছেদ দেওয়ান বিপ্লব(৩৮)।

রবিবার (১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) রাতে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি পুরাতন প্রাইভেটকারসহ ২১৮ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করা হয়।

রূপনগর থানা সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শিয়ালবাড়ী ২নং রোড হয়ে একজন মাদক ব্যবসায়ী প্রাইভেটকারে করে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রূপনগর থানার একটি টিম উক্ত এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ০৭:৪৫ ঘটিকায় পূর্বের প্রাপ্ত তথ্য অনুসারে শিয়ালবাড়ী ২নং রোডের পূর্ব মাথায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় প্রাইভেট কারসহ মোকছেদ দেওয়ান বিপ্লবকে আটক করে থানার টিমটি। এসময় বিপ্লব গাড়ীর চালকের আসনে বসা অবস্থায় ছিল। পরবর্তীতে প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং তল্লাশি করে গাড়ীর ভেতর থেকে ও পেছনের ডালা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ১৪৮.৫ লিটার এবং আনুমানিক মূল্য সাত লক্ষ বিরানব্বই হাজার টাকা।

এঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত বিপ্লব দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মদসহ বিভিন্ন মাদক দ্রব্য সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে রূপনগর থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গোপনে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ভারতীয় অবৈধ মদ বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে গ্রেফতারকৃত বিপ্লব।

মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।