০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বুমরার আগুনে পুড়ল ইংল্যান্ড!

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৪৯ Time View

হায়দরাবাদ টেস্টে নাটকীয় জয় পাওয়া ইংল্যান্ড বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে ভারতের দাপটে কলকে পাচ্ছে না। ওপেনার যশস্বী জয়সওয়ালের অনবদ্য ডাবল সেঞ্চুরির পর পেসার জাসপ্রিত বুমরার ছয় উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতে।

শনিবার ১৪ উইকেট পড়ার দ্বিতীয়দিনে প্রথম ইনিংসে ভারতের ৩৯৬ রানের জবাবে বুমরার আগুনে বোলিংয়ে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৫৩ রানে। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৮ রানে দিনটা শেষ করেছে ভারত।

জয়সওয়াল ১৫ ও অধিনায়ক রোহিত শর্মা ১৩ রানে অপরাজিত। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকরা এগিয়ে ১৭১ রানে।

নিখুঁত ইয়র্কার ও কাটারে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার পথে মাত্র ৪৫ রানে ছয় উইকেট নেন বুমরা। ৩৪ টেস্টে তিনি ছুঁয়েছেন ১৫০ উইকেটের মাইলফলক, যা ভারতের পেসারদের মধ্যে দ্রুততম। টেস্টে বুমরার ১৫০তম শিকার ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

স্পিনার কুলদীপ যাদব নেন তিন উইকেট। ইংল্যান্ডের ‘বার্থডে বয়’ জ্যাক ক্রলি সর্বোচ্চ ৭৬ রান করেন। স্টোকসের ব্যাট থেকে আসে ৪৭ রান। এর আগে ছয় উইকেটে ৩৩৬ রান নিয়ে দিন শুরু করা ভারতের প্রথম ইনিংস থামে ৩৯৬ রানে। ১৭৯ রান নিয়ে খেলতে নামা জয়সওয়াল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন শোয়েব বশিরকে চার মেরে।

সুনীল গাভাস্কার ও বিনোদ কাম্বলির পর ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে ডাবল সেঞ্চুরি করলেন ২২ বছর ৩৬ দিন বয়সি জয়সওয়াল। তাকে ২০৯ রানে থামান তিন উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসন। রেহান আহমেদ ও অভিষিক্ত বশিরও নেন তিনটি করে উইকেট।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবন সুন্দর থাকুক

বুমরার আগুনে পুড়ল ইংল্যান্ড!

Update Time : ০৩:২৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

হায়দরাবাদ টেস্টে নাটকীয় জয় পাওয়া ইংল্যান্ড বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে ভারতের দাপটে কলকে পাচ্ছে না। ওপেনার যশস্বী জয়সওয়ালের অনবদ্য ডাবল সেঞ্চুরির পর পেসার জাসপ্রিত বুমরার ছয় উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতে।

শনিবার ১৪ উইকেট পড়ার দ্বিতীয়দিনে প্রথম ইনিংসে ভারতের ৩৯৬ রানের জবাবে বুমরার আগুনে বোলিংয়ে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৫৩ রানে। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৮ রানে দিনটা শেষ করেছে ভারত।

জয়সওয়াল ১৫ ও অধিনায়ক রোহিত শর্মা ১৩ রানে অপরাজিত। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকরা এগিয়ে ১৭১ রানে।

নিখুঁত ইয়র্কার ও কাটারে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার পথে মাত্র ৪৫ রানে ছয় উইকেট নেন বুমরা। ৩৪ টেস্টে তিনি ছুঁয়েছেন ১৫০ উইকেটের মাইলফলক, যা ভারতের পেসারদের মধ্যে দ্রুততম। টেস্টে বুমরার ১৫০তম শিকার ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

স্পিনার কুলদীপ যাদব নেন তিন উইকেট। ইংল্যান্ডের ‘বার্থডে বয়’ জ্যাক ক্রলি সর্বোচ্চ ৭৬ রান করেন। স্টোকসের ব্যাট থেকে আসে ৪৭ রান। এর আগে ছয় উইকেটে ৩৩৬ রান নিয়ে দিন শুরু করা ভারতের প্রথম ইনিংস থামে ৩৯৬ রানে। ১৭৯ রান নিয়ে খেলতে নামা জয়সওয়াল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন শোয়েব বশিরকে চার মেরে।

সুনীল গাভাস্কার ও বিনোদ কাম্বলির পর ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে ডাবল সেঞ্চুরি করলেন ২২ বছর ৩৬ দিন বয়সি জয়সওয়াল। তাকে ২০৯ রানে থামান তিন উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসন। রেহান আহমেদ ও অভিষিক্ত বশিরও নেন তিনটি করে উইকেট।