টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি ।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাবাকে কোপালেন আ.লীগ নেতাকর্মীরা ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হওয়ায় পিতাকে কোপালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটরচর বাজারে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, ঘটকচর ইউনিয়নের সাবেক মেম্বার আমিনুল রহমান দুলালের ছেলে মো. আহাদ রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আন্দোলন করে আসছেন; যা তিনি নিয়মিত তার ফেসবুক পেজে আপলোড করে আসছেন। এরই জেরে ঘটকচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল মাতুব্বরসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন।
মঙ্গলবার রাতে দুলাল মেম্বারকে একা পেয়ে এলোমেলোভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে দুলাল মাতুব্বরের মাথা, দুই হাত ও পায়ে একাধিক স্থানে কোপানো হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাদের আহত পরিবারের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো. আহাদ রহমান বলেন, আমি শুরু থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। সে কারণে বিভিন্ন সময়ে সামাজিকমাধ্যমে নানা তথ্য দিয়েছি। সেই কারণে আমার পিতার সঙ্গে আওয়ামী লীগের নেতা জয়নাল মাতুব্বর গংরা হুমকি-ধমকি দিয়েছে। আমি তাদের কথা শুনিনি, তাই আমার বাবাকে এভাবে কুপিয়ে জখম করল। আমি এদের বিচার দাবি করি। সেই সঙ্গে তারা যে হামলা ভাঙচুর কার্যক্রম করছে, সেসব বন্ধের দাবি করছি।
তবে এ ঘটনায় জয়নাল মাতুব্বরকে পাওয়া যায়নি। তিনি গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানান। এছাড়া মাদারীপুর সদর থানা পুলিশকেও পাওয়া যাচ্ছে না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের ফোনও বন্ধ পাওয়া গেছে।
০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাবাকে কোপালেন আ.লীগ নেতাকর্মীরা
-
সবুজদিন অনলাইন ডেস্ক।।
- Update Time : ০৬:১৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- ৩৪৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ