০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, উড়ল ‘সর্বহারাদের’ পতাকা

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে একটি পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালানোর পর সেখানে নিষিদ্ধ ঘোষিত একটি ‘চরমপন্থি দলের’ পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
শনিবার ভোররাতে সদর উপজেলার আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনার সময় দায়িত্বরত দুই নিরাপত্তকর্মীকে মারধর করা হয়েছে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান।
খবর পেয়ে সকালে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সব অস্ত্র, গোলাবরুদ ও পুলিশ সদস্যদের সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার হোসেন ও বাচ্চু মিয়াকে পাহারার দায়িত্ব দেওয়া হয়।
শুক্রবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুমিয়ে পড়েন তারা। ভোররাতে একদল লোক ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র ভাঙচুর চালায় তারা।
এ সময় বাঁধা দিলে আনোয়ার ও বাচ্চুকে মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা)’ পতাকা টানিয়ে চলে যায়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, “হামলাকারীরা সর্বহারা পার্টির একটি পতাকা টানিয়ে রেখে গেছে। তবে পুলিশ তদন্ত কেন্দ্রের তেমন কোনো ক্ষতি করতে পারেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

মাদারীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, উড়ল ‘সর্বহারাদের’ পতাকা

Update Time : ০৭:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে একটি পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালানোর পর সেখানে নিষিদ্ধ ঘোষিত একটি ‘চরমপন্থি দলের’ পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
শনিবার ভোররাতে সদর উপজেলার আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনার সময় দায়িত্বরত দুই নিরাপত্তকর্মীকে মারধর করা হয়েছে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান।
খবর পেয়ে সকালে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সব অস্ত্র, গোলাবরুদ ও পুলিশ সদস্যদের সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার হোসেন ও বাচ্চু মিয়াকে পাহারার দায়িত্ব দেওয়া হয়।
শুক্রবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুমিয়ে পড়েন তারা। ভোররাতে একদল লোক ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র ভাঙচুর চালায় তারা।
এ সময় বাঁধা দিলে আনোয়ার ও বাচ্চুকে মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা)’ পতাকা টানিয়ে চলে যায়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, “হামলাকারীরা সর্বহারা পার্টির একটি পতাকা টানিয়ে রেখে গেছে। তবে পুলিশ তদন্ত কেন্দ্রের তেমন কোনো ক্ষতি করতে পারেনি।