আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে ‘কিডস জোন’। হাসপাতালে সেবা কার্যক্রমে বৈচিত্রতা আনতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন’র পরিকল্পনা ও উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ব্যবস্থাপনায় এই প্লে জোন তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) জোনটি ঘুরে দেখা গেছে, এতে শিশুদের জন্য নাগরদোলা, দোলনা, ঘোড়াদোলসহ হরেক রকমের খেলার সামগ্রী রয়েছে।
এ উদ্যোগ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, হাসপাতালে চিকিৎসারত শিশু রোগীদের মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে ও বিনোদনের সুযোগ করে দিতে এ উদ্যোগ নেই।
তিনি আরো বলেন, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বহিঃ বিভাগে দৈনিক প্রায় ৫০ এর অধিক শিশু রোগী তাদের অভিভাবকদের সাথে সেবা নিতে আসে। যেহেতু সেবা প্রদানকারীর সংকট চলছে, তাই অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেবা নেবার জন্য। এতে শিশুরা প্রায়শই অস্থির হয়ে যায়। অনেক সময় সেবা না নিয়েই চলে যায়। শিশু রোগীদের এই অপেক্ষার সময়কে আনন্দদায়ক করতে বহিঃ বিভাগে আজ থেকে কিডস প্লে জোন চালু করা হয়েছে। হাসপাতালের বহিঃ বিভাগে ২-৭ বছর বয়সী শিশুরা এখন এই কিডস জোন এ খেলাধুলা করে তাদের সময়কে সুন্দর করে কাটাতে পারবে এবং সেবা নিতে পারবে।
জোনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন হাসপাতালে আসা সেবা গ্রহীতারা। তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রয়োজনীয় অনেক আসবাবপত্র না থাকলেও যা আছে তা নিয়েই রোগীদের সেবা দিচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। কিডস জোনটি হাসপাতালের সেবার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তারা।
০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কিডস জোন’ তৈরি করা হয়েছে
-
আলী আজীম
- Update Time : ০৫:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- ২১৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ