০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আলী আজীম
  • Update Time : ০৭:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ২০৯ Time View

আলী আজীম, মোংলা
মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের অতর্কিত হামলা, হত্যাচেস্টার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোংলা পৌর ও থানা শাখা।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় খুলনা মহনগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক সাব্বির হোসেন মাসুম, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাকিল হাওলাদার, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্না, ছাত্রনেতা মো: মাশরাফি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে।
বক্তারা আরো বলেন, গণতন্ত্র ও ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় আপসহীন ছিলো। আগামীতেও এ বিষয়ে এক বিন্দু ছাড় দেবে না। রাজনীতির নামে সন্ত্রাস বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। অচিরেই সন্ত্রাসীদের চিহ্নিত করে এই কাপুরুষোচিত হামলার দাঁতভাঙা জবাব দেবে বলেও জানান ছাত্রদলের নেতারা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্ত হামলার শিকার হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Update Time : ০৭:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

আলী আজীম, মোংলা
মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের অতর্কিত হামলা, হত্যাচেস্টার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোংলা পৌর ও থানা শাখা।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় খুলনা মহনগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক সাব্বির হোসেন মাসুম, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাকিল হাওলাদার, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্না, ছাত্রনেতা মো: মাশরাফি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে।
বক্তারা আরো বলেন, গণতন্ত্র ও ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় আপসহীন ছিলো। আগামীতেও এ বিষয়ে এক বিন্দু ছাড় দেবে না। রাজনীতির নামে সন্ত্রাস বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। অচিরেই সন্ত্রাসীদের চিহ্নিত করে এই কাপুরুষোচিত হামলার দাঁতভাঙা জবাব দেবে বলেও জানান ছাত্রদলের নেতারা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্ত হামলার শিকার হন।