০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় বিএনপি নেতার শিকার যুবদল কর্মী

  • আলী আজীম
  • Update Time : ০৫:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • ১৮৭ Time View

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় তুচ্ছ ঘটনায় গরম পানি ঢেলে যুবদল কর্মীর শরীর ঝলসে দিয়েছেন এক বিএনপি নেতা। শুধু শরীরই ঝলসে দেননি, বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন তাকে। আহত ওই যুবদল কর্মী এখন হাসপাতালে কাতরাচ্ছেন। প্রভাবশালী বিএনপি নেতার হুমকি-ধমকি ও ভয়ভীতিতে থানায় অভিযোগ দিতে পারছেন না আহতের পরিবার।
আহত যুবদল কর্মী রতন হাওলাদারের (৩০) স্ত্রী তানিয়া বেগম জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট বাজার সংলগ্ন দোয়ারীজারা এলাকার যুবদল কর্মী রতন হাওলাদারের উপর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতর্কিত হামলা চালান সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা এলাকার বিএনপি নেতা ফরিদ শেখ (৬০) ওরফে আগা ফরিদ গং। এ সময় ফরিদ ও তার ভাইপো সুজন (৩৮) ও ভাই রিয়াজ (৩৮) খোনকারেরবেড় এলাকার সবুরের চায়ের দোকানের চায়ের কেতলি এনে গরম পানি দিয়ে রতনের শরীর ঝলসে দেন। এতে রতন আর্তনাদ শুরু করলে তাকে বেধড়ক মারপিট করতে থাকেন ফরিদ গং। নির্যাতনের এক পর্যায়ে রতন অজ্ঞান হয়ে পড়লে তারা মারধরে ক্ষ্যান্ত হন। পরে খবর পেয়ে তার পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এখন হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছেন টাইলস মিস্ত্রী রতন। রতনের স্ত্রী তানিয়া বলেন, ফরিদ গংয়ের ভয়ে তারা থানায় অভিযোগও দিতে পারছেন না। তিনি আরো বলেন, আমার স্বামী বিএনপির এক পক্ষের সমর্থক ও ফরিদ গং অন্য আরেক পক্ষের সমর্থক। এই দলাদলি নিয়েই মুলত এ ঘটনা ঘটিয়েছে ফরিদ গং।
এ বিষয়ে বিএনপি নেতা (থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক) ফরিদ শেখ বলেন, আমি, আমার ভাই ও ভাইপো কেউই রতনকে মারধর করিনি, স্থানীয় জনগণে তাকে মারধর করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবন সুন্দর থাকুক

মোংলায় বিএনপি নেতার শিকার যুবদল কর্মী

Update Time : ০৫:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় তুচ্ছ ঘটনায় গরম পানি ঢেলে যুবদল কর্মীর শরীর ঝলসে দিয়েছেন এক বিএনপি নেতা। শুধু শরীরই ঝলসে দেননি, বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন তাকে। আহত ওই যুবদল কর্মী এখন হাসপাতালে কাতরাচ্ছেন। প্রভাবশালী বিএনপি নেতার হুমকি-ধমকি ও ভয়ভীতিতে থানায় অভিযোগ দিতে পারছেন না আহতের পরিবার।
আহত যুবদল কর্মী রতন হাওলাদারের (৩০) স্ত্রী তানিয়া বেগম জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের চটেরহাট বাজার সংলগ্ন দোয়ারীজারা এলাকার যুবদল কর্মী রতন হাওলাদারের উপর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতর্কিত হামলা চালান সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা এলাকার বিএনপি নেতা ফরিদ শেখ (৬০) ওরফে আগা ফরিদ গং। এ সময় ফরিদ ও তার ভাইপো সুজন (৩৮) ও ভাই রিয়াজ (৩৮) খোনকারেরবেড় এলাকার সবুরের চায়ের দোকানের চায়ের কেতলি এনে গরম পানি দিয়ে রতনের শরীর ঝলসে দেন। এতে রতন আর্তনাদ শুরু করলে তাকে বেধড়ক মারপিট করতে থাকেন ফরিদ গং। নির্যাতনের এক পর্যায়ে রতন অজ্ঞান হয়ে পড়লে তারা মারধরে ক্ষ্যান্ত হন। পরে খবর পেয়ে তার পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এখন হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছেন টাইলস মিস্ত্রী রতন। রতনের স্ত্রী তানিয়া বলেন, ফরিদ গংয়ের ভয়ে তারা থানায় অভিযোগও দিতে পারছেন না। তিনি আরো বলেন, আমার স্বামী বিএনপির এক পক্ষের সমর্থক ও ফরিদ গং অন্য আরেক পক্ষের সমর্থক। এই দলাদলি নিয়েই মুলত এ ঘটনা ঘটিয়েছে ফরিদ গং।
এ বিষয়ে বিএনপি নেতা (থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক) ফরিদ শেখ বলেন, আমি, আমার ভাই ও ভাইপো কেউই রতনকে মারধর করিনি, স্থানীয় জনগণে তাকে মারধর করেছে।