মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সোমবার থেকে পুরোদমে শুরু হয়েছে মোংলা থানা পুলিশের কার্যক্রম। বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান জানান, সোমবার থেকে মোংলা থানাসহ সকল ইউনিটে (৯টি থানায়) সব ধরণের কার্যক্রম শুরু করেছি। এর আগে গত কয়েকদিন ধরে থানাগুলোতে চলছিল আংশিক কার্যক্রম। তখন শুধু সাধারণ ডায়েরী গ্রহণের কাজ চলমান ছিল। কিন্তু এখন থেকে যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডসহ সকল সেবামূলক কার্যক্রম চলবে। তিনি পুলিশের কার্যক্রমে সকলকে সহায়তা প্রদাণের আহবাণ জানান। এছাড়া মোংলায় পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে সহায়তা প্রদাণের কাজ শুরু করেছে নৌবাহিনী। নৌবাহিনী ও পুলিশ মাঠে নামায় ভীতি কাটতে শুরু করেছে সাধারণ মানুষের।
এদিকে এর আগে গত কয়েকদিন ধরে পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় অনেকটা নিরাপত্তাহীনতায় ছিলেন সাধারন লোকজন। বিশেষ করে গত ৫আগস্ট থেকে হামলা, ভাংচুর, লুটপাট ও দখলে মানুষের মাঝে আতংক বিরাজ করে আসছিলো। কিন্তু সোমবার থেকে পুলিশ মাঠে নামায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। পুলিশের এ কাজে সহায়তায় মাঠে রয়েছে নৌবাহিনীও।
০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলা থানা পুলিশের কার্যক্রম শুরু, পুলিশকে সহায়তা প্রদাণ করছে নৌবাহিনী
-
সাকিব শাহরিয়ার
- Update Time : ০৭:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- ৩৮৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ