০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাশমিকা আসল অনুপ্রেরণা: ভিকি

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • ৩১২ Time View
ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। লক্ষ্মণ উতেকরের ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন ভিকি। পিরিয়ডিক এ ছবির নাম ‘ছাবা’। সহ-অভিনেতা ভিকির সঙ্গে ছবির শুটিং শেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

ভিকিকে ‘মহারাজ’ বলে সম্বোধন করে রাশমিকা লিখেছেন, ‘সত্যিই তোমার সঙ্গে কাজ করাটা আনন্দের। তুমি সত্যিই খুব ভালো এবং দয়ালু (শেষ দিনটা বাদে, ওই দিন তুমি আমার বক্সটা নিয়ে নিয়েছ); কিন্তু বেশিরভাগ দিনই তুমি এক কথায় দুর্দান্ত। মজা করলাম… তুমি সত্যিই একটা রত্ন।’

অভিনেত্রীর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে ভিকি তাকে ‘আসল অনুপ্রেরণা’ বলে উল্লেখ করেছেন। অভিনেতা লিখেছেন, ‘রাশমিকা গোটা সেট প্রচণ্ড পরিমাণে তোমার উপস্থিতি মিস করবে। সবচেয়ে খারাপ দিনেও তোমার মুখে যে স্নিগ্ধ হাসিটা থাকে, সব থেকে ভালো দিনেও অনেকের মুখে সেই হাসিটা থাকে না, সেটা অনেকেই জানে না। আসল অনুপ্রেরণা! আমাদের ইয়েসুবাই হওয়ার জন্য ধন্যবাদ। আন্টিকে শুভেচ্ছা জানিও। ওহ, এবার বলো তুমি কী ভাবছ?’

পরিচালক লক্ষ্মণ উতেকরকে নিয়েও লিখেছেন রাশমিকা। অভিনেত্রী লেখেন- ‘শুধু দেখে অবাক হচ্ছি, একজন মানুষ কিভাবে এত বড় সেট পরিচালনা করছেন। প্রায় ১৫০০ মানুষ শান্ত এবং সুষ্ঠুভাবে সেটে কাজ করছেন। যখন গোটা দুনিয়ার কেউ কল্পনা করতে পারেনি, স্যার আপনি আমাকে ইয়েসুবাই হিসেবে দেখেছেন। সেটাই ভেবে আমি নিজেও অবাক হচ্ছি… শুধুমাত্র আমি না.. গোটা দেশ ভাববে এটা’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

রাশমিকা আসল অনুপ্রেরণা: ভিকি

Update Time : ০৬:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। লক্ষ্মণ উতেকরের ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন ভিকি। পিরিয়ডিক এ ছবির নাম ‘ছাবা’। সহ-অভিনেতা ভিকির সঙ্গে ছবির শুটিং শেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

ভিকিকে ‘মহারাজ’ বলে সম্বোধন করে রাশমিকা লিখেছেন, ‘সত্যিই তোমার সঙ্গে কাজ করাটা আনন্দের। তুমি সত্যিই খুব ভালো এবং দয়ালু (শেষ দিনটা বাদে, ওই দিন তুমি আমার বক্সটা নিয়ে নিয়েছ); কিন্তু বেশিরভাগ দিনই তুমি এক কথায় দুর্দান্ত। মজা করলাম… তুমি সত্যিই একটা রত্ন।’

অভিনেত্রীর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে ভিকি তাকে ‘আসল অনুপ্রেরণা’ বলে উল্লেখ করেছেন। অভিনেতা লিখেছেন, ‘রাশমিকা গোটা সেট প্রচণ্ড পরিমাণে তোমার উপস্থিতি মিস করবে। সবচেয়ে খারাপ দিনেও তোমার মুখে যে স্নিগ্ধ হাসিটা থাকে, সব থেকে ভালো দিনেও অনেকের মুখে সেই হাসিটা থাকে না, সেটা অনেকেই জানে না। আসল অনুপ্রেরণা! আমাদের ইয়েসুবাই হওয়ার জন্য ধন্যবাদ। আন্টিকে শুভেচ্ছা জানিও। ওহ, এবার বলো তুমি কী ভাবছ?’

পরিচালক লক্ষ্মণ উতেকরকে নিয়েও লিখেছেন রাশমিকা। অভিনেত্রী লেখেন- ‘শুধু দেখে অবাক হচ্ছি, একজন মানুষ কিভাবে এত বড় সেট পরিচালনা করছেন। প্রায় ১৫০০ মানুষ শান্ত এবং সুষ্ঠুভাবে সেটে কাজ করছেন। যখন গোটা দুনিয়ার কেউ কল্পনা করতে পারেনি, স্যার আপনি আমাকে ইয়েসুবাই হিসেবে দেখেছেন। সেটাই ভেবে আমি নিজেও অবাক হচ্ছি… শুধুমাত্র আমি না.. গোটা দেশ ভাববে এটা’।