নিজস্ব প্রতিবেদক ||
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এবং সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে করা মামলায় ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৩ আগস্ট) মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল তা গ্রহণ করে ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
অন্যান্য আসামিদের মধ্যে আছেন—শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, তার ছেলে শেখ ফজলে ফাহিম, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজিবুল বশর মাইজভান্ডারী, দিলীপ কুমার বড়ুয়া, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, জুনাইদ আহমেদ পলক, হাছান মাহমুদ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, নজরুল হামিদ বিপু, নজিবুল্লাহ হিরু, মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ সারহান নাসের তন্ময়, হাজী সেলিম, তার ছেলে সোলায়মান সেলিম, ব্যারিস্টার শাহজাহান ওমর, দীপু মনি, সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান, তাহসিন বাহার সূচনা, শেখ ফজলে শামস পরশ, সানজিদা খানম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, কর্নেল (অব.) ফারুক খান, শাহজাহান খান, নাজমুল হাসান পাপন, ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, মাজহারুল কবির শয়ন, তানভীর ইসলাম সৈকত, আহমেদ আকবর সোবহান, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, গওহর রিজভী, গাজী হাফিজুর রহমান লিকু।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালান। এতে রুবেল গুলিবিদ্ধ হন নিকটস্থ একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাকিব-ফেরদৌসের মামলায় ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ১০:১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- ১৯৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ