পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে বুধবার পাইকগাছা আদালতে হাজির করা হয়। সরকার পক্ষ তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। জামিন শুনানিতে আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড, শেখ তৈয়েব হোসেন নুর ও বিপক্ষে ছিলেন বিএম ইকরামুল হক। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন নামজ্ঞুর ও তিন দিনের রিমান্ড মজ্ঞুর করে থানা হেফাজাতে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন ।
সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যে ৩ মামলায় এজাহারভুক্ত আসামি। ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা হতে র্যাব ৬ ও র্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পাইকগাছায় পিস্তল আকৃতির একটি গ্যাস লাইট উদ্ধার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা থানা পুলিশ পিস্তল আকৃতির একটি গ্যাস লাইট উদ্ধার করছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টায় উপ- পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ ও সাদ্দাম হোসেন পাইকগাছার কপোতাক্ষ মার্কেটের ২য় তলার সিড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল আকৃতির একটি গ্যাস লাইট ও কভার উদ্ধার করেন। উপ- পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল টেলিভিশনের নষ্ট যন্ত্রপাতির ভিতরে ফেলে রাখা আছে। স্থানীয়দের সাথে নিয়ে সেটি উদ্ধার করে দেখা গেছে এটি একটি পিস্তল আকৃতির গ্যাস লাইট। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, পরিত্যক্ত অবস্থায় পিস্তল আকৃতির একটি গ্যাস লাইট পাওয়া গেছে। সেটি জব্দ তালিকা করে থানায় আনা হয়েছে।