০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি সালাম মূর্শেদীসহ আ.লীগের ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার।।
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮জনের নাম উল্লেখ করে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-১১,তাং-২৭/৮/২৪। খুলনার পুলিশ সুপার মো. সাঈদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলা হওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আতংক বিরাজ করছে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বেলা সাড়ে তিনটার সময়ে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় পাশ্ববর্তী স্থানে অবস্থান করেন। এমন সময়ে সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ আসামীরা কাটা রাইফেল,কাটা বন্দুকসহ বেআইনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরের নেতাকর্মীদের উপর আতর্কিত হামলা করেন। এসময় বন্দুক দিয়ে গুলি করলে গুলি লক্ষভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে গিয়ে লাগে। এছাড়া আসামিরা দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন। ৬৮ জনের নাম উল্লেখ করলেও ২০/২৫জন অজ্ঞাত আসামি রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ মামলায় কোন আসামি গ্রেপ্তার হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

সাবেক এমপি সালাম মূর্শেদীসহ আ.লীগের ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Update Time : ১২:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

স্টাফ রিপোর্টার।।
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮জনের নাম উল্লেখ করে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-১১,তাং-২৭/৮/২৪। খুলনার পুলিশ সুপার মো. সাঈদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলা হওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আতংক বিরাজ করছে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বেলা সাড়ে তিনটার সময়ে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় পাশ্ববর্তী স্থানে অবস্থান করেন। এমন সময়ে সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ আসামীরা কাটা রাইফেল,কাটা বন্দুকসহ বেআইনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরের নেতাকর্মীদের উপর আতর্কিত হামলা করেন। এসময় বন্দুক দিয়ে গুলি করলে গুলি লক্ষভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে গিয়ে লাগে। এছাড়া আসামিরা দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন। ৬৮ জনের নাম উল্লেখ করলেও ২০/২৫জন অজ্ঞাত আসামি রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ মামলায় কোন আসামি গ্রেপ্তার হয়নি।