বিনোদন প্রতিবেদক: দাদিকে ছাড়া এক মুহুর্ত নয়, আয়াজের আল্টিমেটাম, নয়তো ভবিষৎতে মাকেও যেতে হতে পারে বৃদ্ধাশ্রমে। কঠিন এই চ্যলেনজের মধ্যে দিয়ে শুরু হয় আয়াযের গল্প। ক্ষুদে এই তারকা ভালো কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, নাটকে শিশু শিল্পী হিসেবে ভালো কিছু করতে চাই। শিশু অভিনেতার চরিত্রে প্রথম টেলিভিশন নাটক ”যত্নে রেখো”-এর অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন নাটকে প্রথম অভিষেক হয়েছে সিয়ামের।
পুরো নাম সাজিদ আবরাজ সিয়াম- টেলিভিশনে অভিষেক ডিসেম্বর/২৩, শিশু মনে আগ্রহ থাকায় অভিনয়ের পথে পথ চলা শুরু তার। অনেকটা বাবা-মায়ের ইচ্ছায় শিশু মনে ইচ্ছে পুরনের পথে হাটতে শুরু করেছে সিয়াম, বাবা লেখক ও সাংবাদিক সেলিম রেজার তৃতীয় সন্তান সিয়াম, জন্ম -২০১৭ ১৬ই জুন (বয়স-৭) মা রেক্সোনা আক্তার একজন চাকুরিজীবি। গ্রমের বাড়ি বাগেরহাট জেলার মোংলায়। শৈশব থেকেই অভিনয়ে জড়িয়ে পড়ায় গুনিজনদের আর্শিবাদে তুষ্ট সিয়াম। এ নাটকে দাদির খুব আদরের নাতিন হিসেব দেখা গেছে তাকে, আয়াজ চরিত্রে বাবা- মায়ের আদরের মধ্যেও ছোট সিয়াম (আয়াজ) দাদির জন্য ছিলো ভালোবসায় উদার, বৃদ্ধা দাদির যত্নে তার কমতি ছিলো না বললেই চলে।
দাদিও ছিলো আযাজ বলতে অন্ধ। বৃদ্ধাশ্রমে পাঠানো দাদিকে ফিরিয়ে এনে সবার চোখ খুলে দেয় ছোট্ট এই শিশুটি। সবার প্রতি সবার আদর, দায়িত্ব ও মমত্ববোধের যায়গাটুকু চেখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া শিশুটির প্রধান আয়াজ চরিত্র ছিলো সিয়ামের। সেই টুকুই সে অভিনয়ের মাধ্যমে সঠিক ভাবে পালন করে সবার নজর কেড়েছে। এই নাটকে তার অভিনয় দর্শকের মনে দাগ কাটবে বলে আশা পরিচালক সুষ্ময় সুমনের।
এস এ, ইন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নাটকটি খুব শিঘ্রই দেখা যাবে একটি বেসরকারি টেলিভিশর চ্যনেলে। এই নাটকটিতে আরো অভিনয় করেছে আরশান আলী সাইফ, তমা হোসেন, ফারজানা জয়া, জেড.এ আদনান, সহকারী পরিচালক ছিলেন মোঃ জামাল হোসেন খোকন। সিয়ামের আভিনিত নাটকটি দেখার আনুরোধ করেছে সকলকে। সবার আর্শিবাদ যদি থাকে, এখন থেকে একের পর এক ছোট পর্দায় শিশু শিল্পির কাজ করে যাবে এমন প্রত্যাশা সিয়ামের ।