সবুজদিন রিপোর্ট।।
ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ মানুষ। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার।
শুক্রবার (২৩ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এ তথ্য জানান। তিনি আরও বলেন, বন্যায় ১৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে এক লাখ ৮৮ হাজার ৭৩৯ জন আশ্রয় নিয়েছে। বন্যায় দেশের ইউনিয়ন-পৌরসভা ৫৮৪টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত বন্যায় মোট ১৩ জন মারা গেছেন জানিয়ে দুর্যোগ সচিব বলেন, এর মধ্যে ২ জন নারী রয়েছেন। কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে একজন, ব্রাহ্মণবাড়ীয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে ৩ জন মারা গেছেন।
বর্তমানে দেশের ১১টি জেলা বন্যা প্লাবিত আছে জানিয়ে তিনি বলেন, বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ জন বলেও জানান তিনি।
০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ জেলায় বন্যা: মৃত্যু ১৩, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- ২৮৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ