দেবহাটা প্রতিনিধ:
সাতক্ষীরার দেবহাটায় হেমা পারভিন (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
হেমা উপজেলার মাঝ-সখিপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে এবং সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানা যায়, হেমা তার বাবার কাছ থেকে জামা কেনার জন্য মাঝে মাঝে টাকা নিয়ে তার মায়ের কাছে রেখে দিত। আজ বৃহস্পতিবার সকালে হেমা তার মায়ের কাছে সেই টাকা থেকে ৫০ টাকা চায়। তার মা টাকা না দিলে সে খুব রাগারাগি করে। সুযোগ বুঝে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে হেমা। পরে তার পরিবারের লোকজন ঘরে ঢুকে হেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিক উদ্ধার করে সখিপুরের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব হাসান বাধন তাকে মৃত ঘোষণা করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।