০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
আন্দোলন প্রসঙ্গে আইজিপি

৫৪ পুলিশের মৃত্যু পোড়ানো হয় ৩শ গাড়ি

নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে ৫৪ পুলিশ সদস্য শহীদ হয়েছেন। দেশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও পুলিশের প্রায় ৩০০ অপারেশনাল গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো মেরামতে সময় লাগবে। ঘটনাগুলো তদন্ত করে মামলা করা হবে। গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
পুলিশের কাজ দৃশ্যমান হবে উল্লেখ করে আইজিপি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সংস্কারের সুযোগ আমরা পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবদান আছে। তারা সঠিকভাবে কাজ করছে। ব্যাপক বদলি হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, লাইসেন্স বাতিল করা অস্ত্র অবৈধ। অনেক অস্ত্র পাচ্ছি। অভিযান শুরু হয়েছে। ভালো ফল পাচ্ছি।
শ্রমিক বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, শিল্প এলাকায় সব পক্ষের সঙ্গে সংলাপ করছি। কালও (বৃহস্পতিবার) মিটিং হবে। পাশাপাশি অন্যায় কর্মে যারা জড়িত, তাদের ছাড় দেব না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন চলবে এবং মামলার আসামিদের আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

আন্দোলন প্রসঙ্গে আইজিপি

৫৪ পুলিশের মৃত্যু পোড়ানো হয় ৩শ গাড়ি

Update Time : ০৩:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে ৫৪ পুলিশ সদস্য শহীদ হয়েছেন। দেশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও পুলিশের প্রায় ৩০০ অপারেশনাল গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো মেরামতে সময় লাগবে। ঘটনাগুলো তদন্ত করে মামলা করা হবে। গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।
পুলিশের কাজ দৃশ্যমান হবে উল্লেখ করে আইজিপি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সংস্কারের সুযোগ আমরা পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবদান আছে। তারা সঠিকভাবে কাজ করছে। ব্যাপক বদলি হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, লাইসেন্স বাতিল করা অস্ত্র অবৈধ। অনেক অস্ত্র পাচ্ছি। অভিযান শুরু হয়েছে। ভালো ফল পাচ্ছি।
শ্রমিক বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, শিল্প এলাকায় সব পক্ষের সঙ্গে সংলাপ করছি। কালও (বৃহস্পতিবার) মিটিং হবে। পাশাপাশি অন্যায় কর্মে যারা জড়িত, তাদের ছাড় দেব না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন চলবে এবং মামলার আসামিদের আইনের আওতায় আনা হবে।