সবুজদিন ডেস্ক।।
রাজনৈতিক ঐক্যের ভিত্তি হিসেবে গৃহীত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা এগোচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে মত দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্টভাবে জানান, জুলাই সনদের ভিত্তিতেই দেশের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐকমত্য কমিশন এ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একাধিক প্রস্তাব উপস্থাপন করে। প্রাথমিকভাবে বিশেষজ্ঞ প্যানেল পাঁচটি উপায়ের সুপারিশ দেয়—অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ।
আলোচনায় দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন মতামত উঠে আসে। জামায়াতে ইসলামী বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দেয়। গণসংহতি আন্দোলন আদালতের মতামত নিয়ে সংসদ সংস্কারের বাধ্যবাধকতা তৈরি করার মতো আইনের পক্ষে মত দেয়। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরাসরি আগামী সংসদেই সনদ বাস্তবায়নের আহ্বান জানায়।
কমিশনের আলোচনায় আরও উল্লেখ করা হয়, পূর্ণাঙ্গ সনদ বা এর কিছু অংশ গণভোটের মাধ্যমে অনুমোদন, রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতাবলে বিশেষ সাংবিধানিক আদেশে বাস্তবায়ন, কিংবা সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠা করার মাধ্যমেও সনদের ধারা সংবিধানে অন্তর্ভুক্ত করা সম্ভব।
বিস্তারিত পর্যালোচনার পর কমিশন চারটি কার্যকর পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করে—অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। ফলে রাজনৈতিক মহলে জুলাই সনদের বাস্তবায়ন এখন এক গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রে অবস্থান করছে
১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে: তাহের
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ১২:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- ২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ