০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সড়ক শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ অক্টোবর

  • Reporter Name
  • Update Time : ০৬:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৫ Time View

ফরিদুল ইসলাম নয়ন , নিজস্ব প্রতিবেদক।।
দীর্ঘদিন পর রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের জেলা সংসদের নির্বাচন। আগামী ৩০ অক্টোবর এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি মো. জায়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়— গঠনতন্ত্র অনুযায়ী আসন্ন কাউন্সিল অধিবেশন ও নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনের সময়সূচি অনুযায়ী —৬ অক্টোবর: সদস্যভুক্তি কার্যক্রম শেষ, ১১ অক্টোবর: যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ, ২০ অক্টোবর: মনোনয়নপত্র জমা, ২৩ অক্টোবর: মনোনয়ন যাচাই, ২৮ অক্টোবর: প্রার্থী তালিকা প্রকাশ, ৩০ অক্টোবর: ভোটগ্রহণ
এদিকে, কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মামলা-সংক্রান্ত জটিলতা নিরসন ও সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
নেতারা জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকেই ইতিমধ্যে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এক যৌথ বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “আমরা সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রক্রিয়া ইউনিয়নের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন গতি আনবে।”
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই নির্বাচন সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব ও কার্যক্রমে নতুন দিগন্ত খুলে দেবে। বহু বছর মামলা ও প্রশাসনিক জটিলতায় স্থবির থাকা ইউনিয়নটি আবারও সক্রিয় হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

রাজশাহীতে সড়ক শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ অক্টোবর

Update Time : ০৬:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

ফরিদুল ইসলাম নয়ন , নিজস্ব প্রতিবেদক।।
দীর্ঘদিন পর রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের জেলা সংসদের নির্বাচন। আগামী ৩০ অক্টোবর এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি মো. জায়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়— গঠনতন্ত্র অনুযায়ী আসন্ন কাউন্সিল অধিবেশন ও নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনের সময়সূচি অনুযায়ী —৬ অক্টোবর: সদস্যভুক্তি কার্যক্রম শেষ, ১১ অক্টোবর: যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ, ২০ অক্টোবর: মনোনয়নপত্র জমা, ২৩ অক্টোবর: মনোনয়ন যাচাই, ২৮ অক্টোবর: প্রার্থী তালিকা প্রকাশ, ৩০ অক্টোবর: ভোটগ্রহণ
এদিকে, কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মামলা-সংক্রান্ত জটিলতা নিরসন ও সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
নেতারা জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকেই ইতিমধ্যে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এক যৌথ বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “আমরা সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রক্রিয়া ইউনিয়নের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন গতি আনবে।”
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই নির্বাচন সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব ও কার্যক্রমে নতুন দিগন্ত খুলে দেবে। বহু বছর মামলা ও প্রশাসনিক জটিলতায় স্থবির থাকা ইউনিয়নটি আবারও সক্রিয় হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেছেন।