০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আঠারবাড়ি থেকে ঈশ্বরগঞ্জে পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৬:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৯৯ Time View

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে।।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ- আঠারবাড়ী সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ দুপুর, ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড় থেকে সড়কের দুপাশে হাজারো জনতা এ কর্মসূচিতে অংশ নেন। এসময় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।
জানা যায়, ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণে ২০২০ সালের মার্চে কার্যাদেশ দেওয়া হয়। ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ ২০২২ সালের জুনে সম্পন্ন করার কথা থাকলেও দীর্ঘ ৫ বছর পেরুলেও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে রাস্তা নির্মাণ কাজ শেষ হয়নি।অধিগ্রহণকৃত ভূমির মালিকদের এখন পর্যন্ত ৮ ধারার চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়নি। ফলে নির্মাণ কাজটি ঝুলে রয়েছে। এ রাস্তাটি ঈশ্বরগঞ্জ উপজেলাসহ নেত্রকোণা ও ময়মনসিংহ অঞ্চলের জনসাধারণের চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কপথ।
প্রশাসনিক জটিলতার কারণে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি বিড়ম্বনায় আছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।রাস্তার ভাঙাচোরা, খানাখন্দ ও ধুলোবালিতে নাকাল জনজীবন। এ দুর্ভোগ দ্রুত নিরসনের দাবিতে নিরুপায় হয়ে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসে এ কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে ।
মানববন্ধন কর্মসূচিতে মুফতী খাইরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবীর শাহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুফতি মুহম্মদ হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা প্রমুখ।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, আব্দুল্লাহ্ আল মামুন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য-সচিব নূরে আলম জিকু প্রমুখ।
তবে আশার কথা হলো, সড়কের কাজ শিগগিরই শুরু হচ্ছে ঈশ্বরগঞ্জ থেকে সোহাগি হয়ে আঠারোবাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পটি দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণের টাকা প্রদান ও আইনি জটিলতায় স্থগিত ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার জেলা প্রশাসকের (ডিসি) অফিস, বিভাগীয় কমিশনার অফিস এবং কিশোরগঞ্জের সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, আগামী ৭-৮ দিনের মধ্যে ভূমি অধিগ্রহণের আট ধারার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং জমির মালিকরা তাদের পাওনা অর্থ বুঝে পাবেন। অর্থ প্রদান শেষে দ্রুতই সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে বলে নিশ্চিত করেছে সড়ক বিভাগ।
এতে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হতে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

আঠারবাড়ি থেকে ঈশ্বরগঞ্জে পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন

Update Time : ০৬:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে।।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ- আঠারবাড়ী সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ দুপুর, ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড় থেকে সড়কের দুপাশে হাজারো জনতা এ কর্মসূচিতে অংশ নেন। এসময় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।
জানা যায়, ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণে ২০২০ সালের মার্চে কার্যাদেশ দেওয়া হয়। ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ ২০২২ সালের জুনে সম্পন্ন করার কথা থাকলেও দীর্ঘ ৫ বছর পেরুলেও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে রাস্তা নির্মাণ কাজ শেষ হয়নি।অধিগ্রহণকৃত ভূমির মালিকদের এখন পর্যন্ত ৮ ধারার চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়নি। ফলে নির্মাণ কাজটি ঝুলে রয়েছে। এ রাস্তাটি ঈশ্বরগঞ্জ উপজেলাসহ নেত্রকোণা ও ময়মনসিংহ অঞ্চলের জনসাধারণের চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কপথ।
প্রশাসনিক জটিলতার কারণে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি বিড়ম্বনায় আছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।রাস্তার ভাঙাচোরা, খানাখন্দ ও ধুলোবালিতে নাকাল জনজীবন। এ দুর্ভোগ দ্রুত নিরসনের দাবিতে নিরুপায় হয়ে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসে এ কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে ।
মানববন্ধন কর্মসূচিতে মুফতী খাইরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবীর শাহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুফতি মুহম্মদ হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা প্রমুখ।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, আব্দুল্লাহ্ আল মামুন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য-সচিব নূরে আলম জিকু প্রমুখ।
তবে আশার কথা হলো, সড়কের কাজ শিগগিরই শুরু হচ্ছে ঈশ্বরগঞ্জ থেকে সোহাগি হয়ে আঠারোবাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পটি দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণের টাকা প্রদান ও আইনি জটিলতায় স্থগিত ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার জেলা প্রশাসকের (ডিসি) অফিস, বিভাগীয় কমিশনার অফিস এবং কিশোরগঞ্জের সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, আগামী ৭-৮ দিনের মধ্যে ভূমি অধিগ্রহণের আট ধারার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং জমির মালিকরা তাদের পাওনা অর্থ বুঝে পাবেন। অর্থ প্রদান শেষে দ্রুতই সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে বলে নিশ্চিত করেছে সড়ক বিভাগ।
এতে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হতে যাচ্ছে।