আলী আজীম, মোংলা (বাগেরহাট): বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ৫ম বারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হওয়ায় মোংলায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাদ আছর মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে মোংলা পৌর মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে বলেই ৫ম বারের মত গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন।
এছাড়া বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা ৫ম বারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী সেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
এ সমাবেশে উপজেলা আ্#৩৯;লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর ৪নং ওয়ার্ডআওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম সরকার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান মিজান সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশ নেয়।