পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ও নামাজ আদায়ের মাধ্যমে মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার( ১ জানুয়ারি) দুপুরে পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
এসময়ে তিনি সকলকে ধর্মীয় অনুশাসন মেনে জীবন যাপন করার প্রতি আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু যোহরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে সকল ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উন্মুক্ত ঘোষণা করেন।