১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় ৩ দিনব্যাপী একুশে বইমেলা শুরু

আলী আজীম, মোংলা (বাগেরহাট) থেকে ।।
মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে তিনদিনব্যাপী একুশে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাগেরহাট—৩ আসনের জাতীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মোংলা উপজেলা প্রসাশন ও মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার এমপি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া মেলাটি চলবে আগামী বুধবার (২১ শে ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত। এছাড়া প্রতিদিন কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ থাকছে বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে। সাজসজ্জাসহ নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভা।
প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বইমেলা দর্শনার্থী, পাঠক এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এসময় তারা বই কেনাকাটাসহ ঘোরাঘুরি করতে পারবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান,
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌর কাউন্সিলর বৃন্দ।
বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় ৫জন কবিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এবারের বই মেলায় বসেছে ২০টি স্টল। মেলার প্রথম দিনেই দেখা গেছে বইপ্রেমীদের উপচেপড়া ভিড়। এ বই মেলার পাশাপাশি শহীদ মিনার চত্বরে চলছে অমর একুশের নানা কর্মসূচিও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আন্দোলনকারীদের সংযত থাকার আহ্বান নেপালের সেনাপ্রধানের

মোংলায় ৩ দিনব্যাপী একুশে বইমেলা শুরু

Update Time : ০৭:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

আলী আজীম, মোংলা (বাগেরহাট) থেকে ।।
মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে তিনদিনব্যাপী একুশে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাগেরহাট—৩ আসনের জাতীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মোংলা উপজেলা প্রসাশন ও মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার এমপি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া মেলাটি চলবে আগামী বুধবার (২১ শে ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত। এছাড়া প্রতিদিন কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ থাকছে বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে। সাজসজ্জাসহ নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভা।
প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বইমেলা দর্শনার্থী, পাঠক এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এসময় তারা বই কেনাকাটাসহ ঘোরাঘুরি করতে পারবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান,
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌর কাউন্সিলর বৃন্দ।
বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় ৫জন কবিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এবারের বই মেলায় বসেছে ২০টি স্টল। মেলার প্রথম দিনেই দেখা গেছে বইপ্রেমীদের উপচেপড়া ভিড়। এ বই মেলার পাশাপাশি শহীদ মিনার চত্বরে চলছে অমর একুশের নানা কর্মসূচিও।