সবুজদিন স্পোর্টস ডেস্ক ।।
পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি স্বপ্নের প্রকল্প। নিজস্ব অর্থায়নে বিসিবির এই মেগা প্রকল্পের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে চলছে
গত ১২ ফেব্রুয়ারি নবম বোর্ড মিটিংয়ে বেশ কিছু কার্যকরী সিদ্ধান্ত নেয় বিসিবি। এই মিটিংয়ে স্টেডিয়ামের বিভিন্ন অংশের নকশা, সুযোগ সুবিধা ও ৫টি ফেডারেশনের জন্য বরাদ্ধকৃত জায়গা প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
প্রেজেন্টেশনের পর ৫টি ফেডারেশনকে শেখ হাসিনা স্টেডিয়ামে জায়গা বরাদ্ধ দেওয়া নিয়ে পুনরায় ভাবতে বলেন বিসিবির বেশ কয়েকজন পরিচালক।
সংশ্লিষ্ট এক পরিচালক জানিয়েছেন, আমাদের ভাবনা, এখানে অন্য ফেডারেশনকে জায়গা বরাদ্ধ দিলে ভবিষ্যতে নানা ধরনের ঝামেলা কিংবা দ্বন্দ্ব হতে পারে। এ সময় ফেডারেশনের জন্য আলাদা জমি কেনার প্রস্তাবও দেওয়া হয়।
বোর্ড মিটিংয়ে পরিচালকের এমন প্রস্তাবে সম্মতি দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এ ছাড়া সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করার জন্য পাপন নিজে দায়িত্ব নিয়েছেন।
পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী ৫টি ফেডারেশনকে জায়গা বরাদ্দ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছিল বোর্ড। ৫টি ফেডারেশন হলো, দাবা, জুডো, কারাতে, ওয়েটলিফটিং ও বিলিয়ার্ড-স্নুকার।
এদিকে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজের অগ্রগতি দেখাশোনার জন্য ‘প্রজেক্ট মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞদের নিয়ে গড়া ৫ সদস্যের এই সেলের অনুমোদনও দিয়েছে বোর্ড। প্রজেক্ট মনিটরিং সেল ছাড়াও বিদেশি স্বনামধন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়োগ দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে বোর্ড।
১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা স্টেডিয়ামে জায়গা বরাদ্দ পাচ্ছে না ৫ ফেডারেশন
-
সবুজদিন ডেস্ক।।
- Update Time : ১০:৫৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- ২৫৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ