সবুজদিন ডেক্স:
শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন , রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার আলাদা নয়টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একইসঙ্গে বিকেলে সংশ্লিষ্ট আদালতে পৃথক এই নয় মামলায় জামিন শুনানির জন্য ধার্য করেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।
প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার পাঁচ মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখান। এরপর রমনা থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, “বৃহস্পতিবার বিকেলে এই নয়টি মামলায় আমরা জামিন চেয়ে শুনানি করব। আশা করি আদালত সব মামলায় জামিন মঞ্জুর করবেন।”
এ দিন বেলা ১২টার দিকে কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। কিছুক্ষণ পরে সংশ্লিষ্ট আদালতের এজলাসে তাকে ওঠানো হয়।
গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো ও জামিন শুনানির আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। গত ৩১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম শুনানির এই দিন ঠিক করেন।
১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরও নয় মামলায় গ্রেপ্তার মির্জা আব্বাস
-
রেক্সোনা আক্তার
- Update Time : ০৭:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- ৩২০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ