আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা বিপুল পরিমান তামার তার ও যন্ত্রপাতিসহ এক চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। আটক চোরাকারবারি উপজেলার দিগরাজ এলাকার মাজেদ সরদারের ছেলে মো. আল-আমিন (৩৪)।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭ টায় দিগরাজের বাঁশবাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি বেইস মোংলার একটি আভিযানিক দল মোংলা উপজেলার দিগরাজ বাঁশবাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে রামপাল পাওয়ার প্লান্ট হতে চোরাইকৃত বিপুল পরিমান তামার তার, ¯ট্যাইনলেস স্টিল ও লোহার বার সহ মোঃ আল আমিন (৩২) নামক ১ জন চোরাকারবারিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী, দিগরাজ বাজারে ২টি ও দিগরাজ বাজার সংলগ্ন আপা বাড়ি নামক স্থানের ১টি গুদাম থেকে চোরাইকৃত বিপুল পরিমান এস এস পাইপ ও লোহার বার উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা বিপুল পরিমান তামার তার ও যন্ত্রপাতিসহ এক চোরাকারবারিকে আটক করে কোস্টগার্ড। মামলা নং ৯। থানায় মামলা দায়ের শেষে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় এ কর্মকর্তা।
০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল সহ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
-
আলী আজীম
- Update Time : ০৭:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- ২০৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ